পাথরঘাটায় কোটি টাকার তক্ষক জব্দ
ইব্রাহীম খলীল,পাথরঘাটা
|
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক জব্দ করেছে পাথরঘাটা থানা পুলিশ। এতে জড়িতদের আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৪ টার সময় পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার ইউসুফ মৃধার বসতঘর থেকে স্থানীয়দের সহায়তায় ৩টি তক্ষক জব্দ করে পুলিশ। অভিযুক্ত ইউসুফ মৃধা কালমেঘা ইউনিয়নের ৮নং ঘুটাবাছা গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা। ঘটনা সূত্রে জানা যায়, ইউসুফ মৃধা ও তার স্ত্রী রহিমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষকের ব্যবসা করে আসছিলো। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাৎক্ষণিক পাথরঘাটা থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনা স্থানে গিয়ে তিনটি কোটি টাকা মূল্যের তক্ষক জব্দ করে। এ সময় পুলিশের টের পেয়ে ইউসুফ মৃধা ও তার স্ত্রী রহিমা পালিয়ে যায়। প্রতিবেশীরা জানায় ইউসুফ মৃধার শশুর বাড়ি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায়, সেখান থেকে অবৈধভাবে তক্ষক পাথরঘাটায় এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তবে এর সাথে বড় একটি চক্র জড়িত আছে বলে জানায় তারা । এ বিষয়ে পাথরঘাটা থানার এসআই পলাশ চন্দ্র বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থানে তাৎক্ষণিক যাই। আমাদের টের পেয়ে স্বামী ও স্ত্রী ওখান থেকে পালিয়ে যায়। পরে ওই বসতঘর থেকে তিনটি তক্ষক জব্দ করতে সক্ষম হই। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |