|
মেট্রো লাইনে ট্রাক?
নতুন সময় প্রতিবেদক
|
![]() মেট্রো লাইনে ট্রাক? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোট্রাকের কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নেটিজেনদের সামনে এসেছে। কেউ কেউ ছবিটি শেয়ার করে বলছেন, প্রথম দেখে থাকলে এটি শেয়ার করুন। কেউ বিস্ময় প্রকাশ করছেন, ওই ট্রাক ওইখানে উঠল কেমনে? আবার কেউ বলছেন, আমি প্রথম দেখলাম। 'বাচ্চা কোলে নারী দাঁড়িয়ে, প্লিজ কেউ সিট ছেড়ে দিন' মেট্রোরেলে ঘোষণা'বাচ্চা কোলে নারী দাঁড়িয়ে, প্লিজ কেউ সিট ছেড়ে দিন' মেট্রোরেলে ঘোষণা সংশ্লিষ্টরা বলছেন, এটি আরআরভি। রুলার কাম রেল ভেহিকল। ওসিএস অর্থাৎ ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ডিপার্টমেন্টের কাজে ব্যবহার করা হয়। ফেসবুকের মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে একটি ছবি শেয়ার করে নুসরাত ইসলাম লিখেছেন, 'প্রতি শুক্রবার এভাবেই মেট্রোট্রাকে করে মেট্রোরেলের পুরো লাইন রক্ষণাবেক্ষণের কাজ করা হয়।' সেখানে রিফাত আহমেদ কমেন্ট করেছেন, 'আমার কাছে খুব অবাক লাগলো আমার জানালা থেকে সব দেখি আর কোনো দিন এটা নজরেই পড়লো না। রাত দিন সাউন্ড আর সাউন্ড আর আমিও এটা মিস করলাম।' মিনহাজ আহমেদ লিখেছেন, 'এটা দেখতে অবিকল মাহীর ট্রাকের মত।' এনামুল কবির লিখেছেন, এটা প্রথম দেখলাম।' আহমেদ মামুন লিখেছেন, 'আমার কথা হল ট্রাক ওইখানে উঠল কেমনে?'
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
