|
ওরা সংখ্যায় অনেক বেশি, মনে হয় সঠিক বিচার পাবোনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ওরা সংখ্যায় অনেক বেশি, মনে হয় সঠিক বিচার পাবোনা স্থানীয় সুত্রে জানা গেছে, বসুরা, ৩২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ও বিএনপি'র সহযোগী সংগঠন যুবদল নেতা মোঃ গোলাম মহি উদ্দিন (৫৩) দীর্ঘ ২১ বছর ধরে তার ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। ওই বাড়িতে এমন হামলার ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভূক্তভূগী পরিবারটি। অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার চিহ্নিত আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসী ও ভূমিদস্যু প্রকৃতির লোক হিসেবে পরিচিত মো. হাফিজ উদ্দিন, মো. রমজান, হেকিম আলী মাদবর ও মো. আবু বক্কর সহ অজ্ঞাতনামা ১৫-২০ জন সহযোগী পূর্ব শত্রুতার জেরে চলতি বছরের গত ২৬ অক্টোবর সকাল আনুমানিক সারে ১০টার দিকে জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে রাস্তার জন্য মাপজোক শুরু করেন। ভুক্তভোগী গোলাম মহি উদ্দিন মাপজোকের কারণ জানতে চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, পাইপ ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তার ও পরিবারের উপর হামলা চালায়। অভিযোগে আরো বলা হয়েছে, তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি, মুড়া মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। হামলাকারীদের আঘাতে তার ডান পায়ের গোড়ালির নিচে হাড় ভেঙে যায় এবং বাম হাতের কনুই কেটে রক্তাক্ত হয়। ৪নং বিবাদী তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়েছে। ওই সময় তিনি (ভূক্তভূগী) কোনোমতে প্রাণ বাঁচাতে বসতবাড়ির ভেতরে প্রবেশ করলে বিবাদীরা তার বাড়ীর গেট, দুটি দোকানের সাটার ভেঙে এবং ৫টি কলাগাছ সহ বিভিন্ন ফলের গাছ কেটে আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে তাৎক্ষণিক গাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের সামনেই ২নং বিবাদী ভুক্তভোগী মহি উদ্দিনের স্ত্রী বাঁধা দিতে এগিয়ে আসলে তার চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে কাপড়-চোপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে এবং গলার ০৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১,১০,০০০/- টাকা) ছিনতাই করে নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিবাদীরা ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নিলে খুন-জখম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় মারধরে গুরুতর আহত মো. গোলাম মহি উদ্দিন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে চিকিৎসা গ্রহণ করেন। যা -(রেজিঃ নং-৭৯৯২/১৪, তাং-২৬/১০/২০২৫ইং)। বর্তমানে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের পরবর্তী মামলা রুজু'র আবেদন কেরে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। অপরদিকে বিবাদীদের মধ্যে জনৈক হাফিজ উদ্দিন ঘটনা অস্বিকার করে বলেন, সড়কের সীমানা নির্ধারন ও এলাকাবাসির ডাকে বিচারক হিসেবে ওই এলাকায় যাওয়ায় উল্টো তার উপর হামলা হয়েছে। এতে তিনিও আহত জয়েছেন। তিনিও সুস্থ বিচার প্রত্যাশা করেছেন এ বিষয়ে। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
