|
সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এর আগে গত বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এঘটনায় ভূক্তভোগীর শিশুর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত রিয়াজুল ফরিদপুরের মধুখালী থানার গোপালপুর পূর্বপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিন শেখের ছেলে। সে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া। ভোক্তভোগী ওই শিশুকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া রিয়াজুল ইসলাম ও ভূক্তভোগী শিশুর পরিবার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ওই শিশুর বাবা রংঙের কাজ করেন। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তাদের তিন সন্তানকে রেখে তারা কাজে চলে যান। গত বুধবার সকাল ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে শিশুকে ডেকে আনে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অটোরিক্সাযোগে তুলে নিয়ে জৈনপুর এলাকায় বিউটি আক্তারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় ওই শিশুর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে রতনপুর এলাকা থেকে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
