|
বাইউস্টে নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাইউস্টে নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত বুধবার (২৯ অক্টোবর ) সকালে মিনিটে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের (এডুকেশন ডিভিশন) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। এছাড়া উপস্থিত ছিলেন বাইউস্টের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), চুয়েটের ইসিই অনুষদের অধ্যাপক মোহাম্মাদ সামছুল আরেফিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান এবং সহযোগী অধ্যাপক ড. ফাতেমা জোহরা। সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
