|
এবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মিছিল শুরু করেন শিক্ষকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন শিক্ষক আহত হন বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, “আমরা ১৩ অক্টোবর থেকে অবস্থানে আছি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা শান্তিপূর্ণ ভুখা মিছিল করছিলাম। সচিবালয়ের পঞ্চম গ্রেডের সামনে অবস্থান নিয়ে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে দাবিদাওয়া জানাচ্ছিলাম। “এসময় বিগত সরকারের লাঠিয়াল বাহিনী-পেটোয়া পুলিশ বাহিনী আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমাদের ৩০-৩৫ জন শিক্ষক আহত হয়েছেন।” তিনি বলেন, “আমি জানতে পেরেছি, মেডিকেলে আমাদের শিক্ষকদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা দ্রুত তাদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাই।” সব এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৫ দাবিতে গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এবতেদায়ী শিক্ষকদের দাবিগুলো হল– >> চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। >> এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে। >> অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। >> প্রাথমিক বিদ্যালয়ের মত প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। >> এবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
