বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান
নতুন সময় ডেস্ক
|
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। সে ক্ষেত্রে পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ বা অন্য কোথাও খেলতে চায়। গতকাল ভারতের একটি টিভি চ্যানেলকে এসব কথা বলেন শেঠি। প্রাথমিক সূচি অনুসারে এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। তবে ভারত ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটি পাকিস্তানে খেলতে রাজি নয়, পুরো টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তর চায় সংস্থাটি। অপর দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজনে অনড়। তবে পাকিস্তানের পাশাপাশি আরেকটি দেশে ম্যাচ আয়োজন পর্যন্ত ছাড় দিতে রাজি আছে পিসিবি। যেটিকে বলা হচ্ছে ‘হাইব্রিড মডেল’। প্রতিবেশী দুই দেশের অনড় অবস্থানে এশিয়া কাপের ভেন্যুর সিদ্ধান্ত ঝুলে আছে। অচলাবস্থায় থাকা এশিয়া কাপ নিয়ে বৃহস্পতিবার ভারতের স্পোর্টস তাককে সাক্ষাৎকার দেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। এই মুহূর্তে পিসিবির অবস্থান কী প্রশ্নে শেঠি হুমকির সুরে বলেন, ‘ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত।’ বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর ক্ষেত্রে ভারত সরকারের অনুমতি না থাকার কথা বলে থাকে। শেঠি বলেন, বিশ্বকাপের ক্ষেত্রে একই যুক্তি দেবে পিসিবিও, ‘ভারতের সরকার যদি বিসিসিআইকে পাকিস্তানে দল পাঠাতে নিষেধ করে, আমাদের সরকারও ভারতে বিশ্বকাপ খেলার জন্য অনুমতি দেবে না।’ পিসিবি চেয়ারম্যান বলেন, ভারত ছাড়া আর কোনো দেশের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। এখন ভারতের কারণে হাইব্রিড মডেল চালু হলে একই নিয়ম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও কার্যকর হতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে হতে পারে বলে মন্তব্য তাঁর, ‘এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো তখন বাংলাদেশ বা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব।’ এশিয়া কাপের সূচি নিয়ে বিসিসিআই সচিবকে পিসিবি চেয়ারম্যানের খোঁচা সংযুক্ত আরব আমিরাতের গরমকে কারণ দেখিয়ে হাইব্রিড মডেলের এশিয়া কাপে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবার ভারত রাজি নয় পাকিস্তানে যেতে। সব পক্ষ এমন অবস্থায় থাকলে এশিয়া কাপই হবে না বলে শঙ্কা প্রকাশ করেন পিসিবি চেয়ারম্যান, ‘পাঁচ দল নিয়ে তো আর এশিয়া কাপ হবে না। কারণ, টুর্নামেন্টের মূল আয়ই তো ভারত–পাকিস্তান ম্যাচ থেকে আসে। আর বাংলাদেশের নাজমুল সাহেব (বিসিবি প্রেসিডেন্ট) পরিষ্কার করে বলে দিয়েছেন, পাকিস্তান ছাড়া এশিয়া কাপ হবে না। পাকিস্তান না খেললেও এশিয়া কাপ হবে, এই ভাবনা পুরোপুরি বাদ।’ পাকিস্তান হাইব্রিড মডেলে হলেও এশিয়া কাপ খেলতে চায় জানিয়ে শেঠি বলেন, কয়েক দিন আগে এসিসির কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী ভারত ছাড়া বাকি চারটি দেশ পাকিস্তানে যাবে। সেখানে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার পর চলে যাবে নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের ম্যাচসহ টুর্নামেন্টের বাকি অংশ ওই ভেন্যুতে হবে। দুই ধাপে টুর্নামেন্ট আয়োজনের এই প্রস্তাব এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান পিসিবি চেয়ারম্যান, ‘তিন দিন আগে দুবাইয়ে এসিসির এক সিনিয়র ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। তাঁকে হাইব্রিড মডেল ব্যাখ্যা করার পর তিনি সেটা জয় শাহর সঙ্গে আলোচনা করেছেন। পরে উনি আমাকে জানালেন, জয় শাহ এই মডেলে কোনো সমস্যা নেই বলেছেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে পরামর্শ করবেন বলে জানিয়েছেন।’
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |