ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 March, 2023, 11:05 AM

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

কাজল বলেছিলেন, নায়শা দেবগণ বলিউডে কেরিয়ার তৈরির বিষয়ে আগ্রহী নন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, নায়শা ফ্যাশন ডিজাইনিং ব্র্যান্ডের ফটোশুট করছেন।

অর্থাৎ মডেলিং জগতে ডেবিউ করে ফেললেন কাজল-তনয়া। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের ব্রাইডাল কালেকশনের জন্য ফটোশুট করলেন নায়শা। নায়শার ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে সেলিব্রিটি স্টাইলিস্ট রাধিকা মেহরা ক্যাপশনে লিখেছেন ‘নায়শা’।

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

ছবিগুলিতে নায়শার পরনে রয়েছে লাল রঙের লেহেঙ্গা-চোলি। ভারি এমব্রয়ডারি করা চোলিটি স্লিভলেস। ডিপ নেকলাইনের চোলির মাধ্যমে উন্মুক্ত রয়েছে নায়শার ক্লিভেজ। লেহেঙ্গাতেও রয়েছে অনুরূপ এমব্রয়ডারি। লেহেঙ্গা-চোলি জুড়ে রয়েছে সিকুইনের কারুকার্য। লেহেঙ্গা-চোলির সাথে রয়েছে লাল রঙের লেসের ফ্লোরাল এমব্রয়ডারি করা ওড়না। লেহেঙ্গা-চোলির সাথে উজ্জ্বল হলেও হালকা মেকআপ করেছেন নায়শা।

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

সিল্কি চুল খুলে রেখেছেন তিনি। কানে রয়েছে লাল রঙের স্টোন স্টাডেড ইয়ারিং। নায়শার ছবিতে কমেন্ট করে অনুরাগীদের একাংশ লিখেছেন, তাঁকে দেখতে তাঁর মা কাজলের মতোই লাগছে। অনেকে নায়শাকে ফিল্মে দেখতে চেয়েছেন। অনেকে লিখেছেন, বলিউডের স্টারকিডদের অনেকের থেকে ভালো অভিনেত্রী হতে পারেন নায়শা।

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে কাজলের সাথে অজয় দেবগণ এর বিয়ে হয়। ২০০৩ সালে জন্ম হয় নায়শার। বর্তমানে সিঙ্গাপুরে পড়াশোনা করেন নায়শা। তবে অধিকাংশ সময় তাঁকে ইউরোপে পার্টি করতে দেখা যায়।

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

দিনদিন আরও বোল্ড হচ্ছেন কাজল কন্যা নায়শা, রইল ভাইরাল ছবি

ইদানিং নায়শাকে প্রায়ই ওরহান অবত্রমণির সাথে প্রায়ই দেখা যায়। অনেকেই মনে করছেন, নায়শার সাথে ওরহানের সম্পর্ক তৈরি হয়েছে। তবে কাজল জানিয়েছেন, নায়শার জনপ্রিয়তা যথেষ্ট। এমনকি সিঙ্গাপুরের বাসে তাঁর অটোগ্রাফ চেয়েছিলেন কয়েকজন অনুরাগী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status