বাহাদুর শাহ পার্ক বাঁচাও
আবদুল হাই শিকদার
|
![]() আবদুল হাই শিকদার এই বাহাদুর পার্কে গিয়ে শহীদদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেছেন শেরে বাঙলা, শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, আতাউর রহমান খান, আবু হোসেন সরকার, শেখ মুজিবুর রহমান সহ কত ঐতিহাসিক ব্যক্তিত্ব। বাহাদুর শাহ পার্কের আদি নাম ছিল আন্টাঘর ময়দান ।এই ময়দানে লালবাগ দুর্গের শত শত হিন্দু মুসলিম বীর সিপাহীদের ধরে এনে, নির্মম অত্যাচার করে, গাছে গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ।মাসের পর মাস সিপাহীদের লাশ গাছেই ঝুলে থাকতো। ইংরেজদের দম্ভ ও নৃশংসতার ভয়ে সাধারণ মানুষ এর ধারে কাছেও ঘেঁষতে পারতো না। ![]() বাহাদুর শাহ পার্ক বাঁচাও যে পার্কের প্রতিটি ধূলিকণায় মিশে আছে বীর শহীদের রক্ত, দেশপ্রেমিকদের অপরিসীম আত্মত্যাগের মর্মস্তুদ কাহিনী, মিশে আছে আমাদের মহান পূর্বপুরুষের অস্থি, সেই পার্কের নাম সাম্রাজ্যবাদের এক রানীর নামে হয় কি করে? শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনেরই ফসল আজকের বাহাদুর শাহ পার্ক। কিন্তু বাংলাদেশের ভাগ্যাকাশের দুর্যোগের মেঘ অপসারিত হলো না। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ সরে গেল বটে, রয়ে গেল আধিপত্যবাদের দালাল, পাইক, পেয়াদা, বরকন্দাজ, চামচা, চামুন্ডা, মোসাহেব, ভন্ড, প্রতারক, দেশপ্রমের মুখোশ পড়া আত্মঘাতী হিংস্র নেকড়ের দল। তাদেরই জিঘাংসা ও লালসার ইতর হামলায় কম্পমান বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব। ![]() বাহাদুর শাহ পার্ক বাঁচাও দল মত পথ ধর্মের উর্ধে উঠুন। বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা কণ্ঠ উচ্চকিত করুন। সংঘবদ্ধ হোন। পথে নামুন। তবেই বাঁচবে বাহাদুর শাহ পার্ক। বাঁচবো আপনি আমি সবাই।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |