ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে গাইবে স্করপিয়ন্স ও চিরকুট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 26 April, 2022, 10:02 PM

‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে গাইবে স্করপিয়ন্স ও চিরকুট

‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে গাইবে স্করপিয়ন্স ও চিরকুট

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ৬ মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হতে যাচ্ছে ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ আয়োজিত এই কনসার্টে লোকাল পার্টনার হিসেবে কাজ করছে মেইনস্প্রিং লিমিটেড। ঐতিহাসিক এই কনসার্টে কিংবদন্তি জার্মান রক ব্যান্ড 'স্করপিয়নস' এর সাথে একই মঞ্চে গাইবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড 'চিরকুট'।

১৯৭১ সালের ১ আগস্ট এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে পারফর্ম করেছিলেন জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, রিঙ্গো স্টার, জোয়ান বায়েজের মতো তারকারা। কনসার্টটির উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য তহবিল গঠন ও স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়া। সেই কনসার্ট বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে জনমত তৈরি করেছিল, বাংলাদেশকে যুগিয়েছিল যুদ্ধ জয়ের প্রেরণা। স্বাধীনতার ৫০ বছর পরে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে একটি সফল বাংলাদেশের গল্প নিয়ে।

স্করপিয়ন্সের অফিসিয়াল পেজ ও ম্যাডিসন স্কয়ারের পেজ থেকে একটি পোস্টে কনসার্টের খবর জানানো হয়েছে। সেখানে চিরকুটের পারফর্ম করার খবর নিশ্চিত করা হলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন চিরকুট ব্যান্ডের সদস্যরা ও সারা পৃথিবীতে দেশ-বিদেশের চিরকুট ভক্তরা।

চিরকুট সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে, এ বছরই তাদের ২০ বছর পূর্তি হতে যাচ্ছে। স্বাধীনতার এত বড় এক উদযাপনের অংশ হতে পারাকেই ২০ বছরের যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছে ব্যান্ডটি। এটা পুরো দেশের জন্যই একটা গৌরবের মুহূর্ত বলে মনে করে চিরকুট, একই সাথে বিশ্বের দরবারে দেশের মশাল বহন করা অনেক বড় সম্মান ও দায়িত্বের।

৪ এপ্রিল থেকে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাবে টিকিটমাস্টার ডটকমে।

'চিরকুট' ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরে এসে মুক্তিযোদ্ধের সেই ইতিহাসের স্বাক্ষী হতে পেরে আমি খুবই আনন্দিত। পুরো দেশের জন্যই একটা গৌরবের মুহূর্ত এই কনসার্টটি। একই সাথে বিশ্বের দরবারে দেশের মশাল বহন করা আমার জন্য একটি অনেক বড় সম্মান ও দায়িত্বের বিষয়। আশা করি, এই কনসার্টের মাধ্যমে আমার মাতৃভূমিকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status