ইউটিউবে কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ির নতুন গান
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইউটিউবে কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ির নতুন গান ঈর্ষা পাপড়ি নতুন আধুনিক গান 'ঘাস ফড়িংয়ের বিকেল'। ঘাস ফড়িংয়ের বিকেল গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল "ঈর্ষা পাপড়ি" ও ফেসবুক পেইজে মুক্তি পেতে যাচ্ছে। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ি বলেন, আধুনিক এবং ফোক দুই ট্র্যাকেই গান করতে চাই। দুইটাতেই আমার ভালোলাগা আছে। আধুনিক গান করতে অনেক ভালোবাসি, আর ফোক গানটাও পছন্দ করি। ঈর্ষা পাপড়ি আরও বলেন, পৃথিবীর সকল গানেই কোন না কোন ম্যাসেজ থাকে। আমার গানেও তেমনটাই রাখার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমার পরবর্তী গান আসছে পথশিশু, যৌন কর্মী এবং বৃদ্ধ ভিক্ষুক নিয়ে। গানগুলোর মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসবে। ঘাস ফড়িং গানটি কাজী বিভাসের কথায় সুর করেছেন নাজির মাহামুদ, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটি দেখতে ক্লিক করুন www.youtube.com/c/IrshaPapri অথবা facebook.com/IrshaPapriOfficial
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |