ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ জানুয়ারি ২০২৫ ৪ মাঘ ১৪৩১
‘পাসুরি’ গায়ক আলি শেঠির নাম টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান তারকায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 October, 2022, 9:36 AM

‘পাসুরি’ গায়ক আলি শেঠির নাম টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান তারকায়

‘পাসুরি’ গায়ক আলি শেঠির নাম টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান তারকায়

'আজাবে দিল তেরা পুরাভি না হোভে…', এই সুরে-কথায় গত কয়েক মাস ধরেই বুঁদ কাশ্মীর থেকে কন্যাকুমারী। ইনস্টাগ্রাম রিল থেকে ফেসবুক ভিডিও- সর্বত্রই এই গান নিয়ে মাতামাতি। পাকিস্তানের কোক স্টুডিওর ১৪তম সিজনের গান এটি। নাম 'পাসুরি', গেয়েছেন দেশটির দুই অত্যন্ত প্রতিভাবান সংগীতশিল্পী আলি শেঠি এবং শায়ে গিল।

গানটির সুবাদে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন আলি শেঠি। এবার তার মুকুটে জুড়ল নয়া পালক।

টাইম ম্যাগাজিনের সেরা ১০০ উদীয়মান তারকার তালিকায় জায়গা করে নিলেন আলি শেঠি। আলির এই সাফল্যে হতবাক অনেকেই।

এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, 'পাসুরি' সবচেয়ে বেশি শুনেছেন ভারতীয়রাই।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অবনতির জেরে ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্কের বন্ধনও বেশ শিথিল হয়েছে গত কয়েক বছরে। পুলওয়ামা হামলার পর বলিউডে কাজ বন্ধ হয়েছে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানদের। তা সত্ত্বেও 'পাসুরি' সুরের জাদুতে বুঁদ গোটা ভারত। ইউটিউবে এই গানের ভিউ সংখ্যা প্রায় ৪০ কোটি। প্রথম পাকিস্তানি গান হিসাবে স্পটিফাই-এর 'ভাইরাল ৫০'-এ জায়গা করে নিয়েছে 'পাসুরি'।

টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, 'শেঠির সবচেয়ে বড় ক্ষমতা হল তিনি স্থানীয় সঙ্গীতের ব্যবহারটা জানেন, শাস্ত্রীয় রাগে তিনি সুপটু- সেই গুণ দিয়েই সব ভাষার মানুষদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। পাসুরি হল একটা অসাধারণ উদাহরণ যে শিল্পীরা কেমন করে অতি সূক্ষ্ম উপায়ে কর্তৃত্ববাদ এবং অসহিষ্ণুতার বেড়াজাল ভাঙতে পারেন।'

হার্ভাড ইউনিভার্সিটির শিক্ষার্থী আলি শেঠি দীর্ঘদিন ধরেই সঙ্গীত চর্চায় মগ্ন। পাকিস্তানের ফিল্ম থেকে ড্রামা, সব কিছুতেই হিট আলির মিউজিক। শুধু সঙ্গীত সাধনা নয়, লেখনীর উপরও দক্ষতা রয়েছে আলির। তার লেখা প্রথম বই 'দ্য উইশ মেকার' (২০০৯) সাড়া ফেলেছিল পাকিস্তানে। সূত্র- হিন্দুস্তান টাইমস

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status