বাগমারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন শাহ্ কে সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 March, 2022, 9:02 PM
বাগমারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন শাহ্ কে সংবর্ধনা
বাগমারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হওয়ায় এসএম সামসুজ্জোহা মামুন কে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ মার্চ, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামানিক, সাংগঠনিক সম্পাদক এবিএম হুমায়ুন কবির বাবু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাসী, দপ্তর সম্পাদক খুরশেদ আলম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, মোহম্মদ রায়হান ইসলাম রনি, রুস্তম আলী শায়ের।
উল্লেখ্য, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ মন্ডল একটি মামলায় গ্রেফতার হওয়ার কারনে সাংগঠনিক ভাবে সিনিয়র সহ-সভাপতি থেকে সদস্যদের মতামতের ভিত্তিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনিত হন এসএম সামসুজ্জোহা মামুন।
ভারপ্রাপ্ত সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, সভাপতি আলতাফ মন্ডলের গ্রেফতার একটি দুঃখ জনক ঘটনা। এ বিষয়ে আমাদের সাংগঠিন ভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেলে আমরা আমাদের আইনগত সহযোগিতা প্রদান করবো। তিনি আরও বলেন, আমি দ্বায়িত্বে থাকা অবস্থায় চেষ্টা করবো বাগমারা প্রেসক্লাব কে আরও এগিয়ে নিতে।
এছাড়াও বাগমারা প্রেসক্লবের ভারপ্রাপ্ত সভাপতি সামসুজ্জোহা মামুন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হিসেবে দির্ঘ্যদিন যাবৎ দ্বায়িত্ব পালন করে আসছেন।