ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
উডব্যাজ সনদ গ্রহণ করলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার নাজমুল হাছান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 February, 2022, 7:00 PM

উডব্যাজ সনদ গ্রহণ করলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার নাজমুল হাছান

উডব্যাজ সনদ গ্রহণ করলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার নাজমুল হাছান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার স্কাউটার নাজমুল হাছান স্কাউট শাখায় উডব্যাজ সনদ গ্রহণ করেছেন। বাংলাদেশ স্কাউটস এয়ার অ লের কমিশনার গ্রুপ ক্যাপ্টেন আ ন ম আব্দুল হান্নান আ লিক সাংগঠনিক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উডব্যাজ সার্টিফিকেট ও স্কার্ফ প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এয়ার অ লের সম্পাদক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (সংগঠন)এইচ এম মোহসিনুল ইসলাম।

তিনি ২০১৯ সালে রোভার স্কাউটসদের জন্য বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) এবং ২০১৮ সালে স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্ননিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন।

স্কাউটার নাজমুল হাছান ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট এবং ক্রু-কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ স্কাউটস এয়ার অ লের নির্বাহী কমিটির সদস্য।

উডব্যাজ হলো স্কাউটিংয়ের পিএইচডি খ্যাত একটি ডিগ্রি, যা পাঁচ স্তরবিশিষ্ট প্রশিক্ষণ স্কিম ও স্কাউটিংয়ের নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করার পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর উডব্যাজ মঞ্জুর করেন। উডব্যাজ অর্জনের মাধ্যমে একজন স্কাউটার স্কাউটিংয়ের জাতীয় ও আন্তর্জাতিক প্রায় সকল ট্রেনিং ও কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।

নাজমুল বলেন, স্কাউট লিডার হিসেবে এটি আমার অন্যতম অর্জন। আমি স্কাউট আন্দোলনের মূলমন্ত্র ও আত্মমর্যাদাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। উডব্যাজ অর্জনে যারা আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্কাউটসের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সবসময় সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status