|
পর্যটকের ছদ্মবেশে বাণিজ্য: অনার ফোনের ব্র্যান্ড প্রমোশনে ইউটিউবার এলেক্স ক্রিসল!
নতুন সময় প্রতিবেদক
|
![]() পর্যটকের ছদ্মবেশে বাণিজ্য: অনার ফোনের ব্র্যান্ড প্রমোশনে ইউটিউবার এলেক্স ক্রিসল! প্রশ্ন উঠেছে, একজন বিদেশি নাগরিক কীভাবে টুরিস্ট ভিসার শর্ত লঙ্ঘন করে টাকার বিনিময়ে করপোরেট ব্র্যান্ড প্রচারে অংশ নিচ্ছেন এবং এতে অনার বাংলাদেশ কীভাবে সহায়তা করছে? রোববার (৪ জানুয়ারি) গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে অনুষ্ঠিত চীনা স্মার্টফোন ব্র্যান্ড অনার (HONOR)-এর ‘অনার এক্স৯ডি’ স্মার্টফোনের লঞ্চিং ইভেন্টে এলেক্স ক্রিসলকে সরাসরি ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার হিসেবে দেখা যায়। ইভেন্টের ভিডিও ও ছবিতে স্পষ্টভাবে ধরা পড়ে, তিনি মঞ্চে উপস্থিত থেকে পণ্যের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করছেন। ইমিগ্রেশন ও ভিসা আইন অনুযায়ী, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে কোনো ধরনের আয়মূলক বা বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সেই আইন অমান্য করেই এলেক্স ক্রিসল প্রকাশ্যে ব্র্যান্ড প্রমোশনে অংশ নিচ্ছেন—যা স্পষ্টতই ভিসা শর্ত ও দেশের প্রচলিত আইনের লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কানাডিয়ান নাগরিক এলেক্স ক্রিসল মূলত বাংলা ভাষার কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত। ‘টাকলা বিদেশি’ নামে পরিচিত এই ইউটিউবার মজাদার ভিডিও, টকশোতে উপস্থিতি এবং সাবলীল বাংলায় কথা বলার দক্ষতায় অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। নিজেও রসিকতার ছলে নিজেকে ‘টাকলা বিদেশি’ বলে পরিচয় দেন তিনি। তবে সচেতন মহলের প্রশ্ন—জনপ্রিয়তা থাকলেই কি দেশের আইন ভাঙার ছাড়পত্র পাওয়া যায়? ভিসার শর্ত ভেঙে বিদেশি ইনফ্লুয়েন্সার দিয়ে ব্র্যান্ড প্রমোশন করানো হলে স্থানীয় শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটরদের অধিকারও ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এ ঘটনায় শুধু ইউটিউবার নয়, সংশ্লিষ্ট ব্র্যান্ড ও ইভেন্ট আয়োজকরাও দায় এড়াতে পারেন না। দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন অনিয়ম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন উদ্দেশ্যে দেশে এসেছেন, তা আগে যাচাই করা প্রয়োজন। তারা যদি পর্যটন ভিসায় বিদেশি পর্যটক হিসেবে এসে থাকেন, তাহলে তাদের কোনোভাবেই ব্র্যান্ড প্রমোশন করার সুযোগ নেই। তবে কেউ যদি স্পন্সর কোম্পানির প্রোমোটার হিসেবে আইনগত প্রক্রিয়ায় এসে থাকেন, তাহলে তার ব্র্যান্ড প্রমোশন করার অধিকার রয়েছে। সে ক্ষেত্রেও প্রমোশন কার্যক্রম পরিচালনার জন্য সরকার নির্ধারিত কর ও ফি পরিশোধ করতে হবে। অন্যথায় এ ধরনের কর্মকাণ্ড আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য হবে। এ বিষয়ে অনার বাংলাদেশ বা এলেক্স ক্রিসলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা সংবাদের সঙ্গে যুক্ত করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
