ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাউফলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Thursday, 27 November, 2025, 11:43 AM

বাউফলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাউফলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চা বাড়াতে বাউফলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সমাজসেবক ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বাউফল উপজেলা (নাজিরপুরস্থ) জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

খেলার মাধ্যমে বাউফলের সর্বস্তরের মানুষকে একত্র করতে চান উল্লেখ করে ড. মাসুদ বলেন,

রাজনীতি যার যার, কিন্তু বাউফল সবার। বৈষম্যের কোনো স্থান আমরা চাই না। বৈষম্যের বিরুদ্ধেই ২৪ জুলাইয়ের বিপ্লব।

তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় দীর্ঘদিন ধরে খেলাধুলা এবং সামাজিক উন্নয়নমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে আলেমদের মাধ্যমে যুব মোটিভেশন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বেকার নারীদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,

আপনাদের ভালোবাসি, আবার ভয়ও করি। আপনাদের লেখনির কারণেই আজ শফিকুল ইসলাম মাসুদ এই অবস্থানে দাঁড়াতে পেরেছে। সাংবাদিকরা সমাজকে শাসন করেন, পথ দেখান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হবে

সকাল ৮:৩০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বিকাল ২:৩০টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং

 সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান

বাউফলে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে ড. মাসুদ বলেন,

খেলাধুলার বিস্তারে বাউফলে একটি উন্নত মানের স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নিতে আমরা কাজ করছি।

এ উপলক্ষে তিনি বাউফলের সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবসায়ী জোন পরিচালক মো. আতিকুর রহমান নজরুল, এডভোকেট মুনতাসির মুজাহিদ, বাউফল প্রেসক্লাব সভাপতি মো. জলিলুর রহমান,প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম, সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক অতুল চন্দ্র পাল,চ্যানেল এস এর সাংবাদিক জসিম উদ্দিন, মাইটিভির উপজেলা প্রতিনিধি ডিউক,এবিএম মিজানুর রহমান,দৈনিক সমকালের প্রতিনিধি  জিতেন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নাজিম উদ্দীনসহ  উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ।

সংবাদ সম্মেলনের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status