|
জনদুর্ভোগ সৃষ্টি করে চলছে রাস্তা মেরামতের কাজ এলাকাবাসীর ক্ষোভ
মোঃ আল আমিন আকন
|
![]() জনদুর্ভোগ সৃষ্টি করে চলছে রাস্তা মেরামতের কাজ এলাকাবাসীর ক্ষোভ প্রতিদিন ৪-৫ শতাধিক সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। ব্যস্ততম এ পথ দিয়ে অসংখ্য রিকশা, অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল করলেও সামগ্রী রেখে রাখা হওয়ায় যানবাহন একদিকে আটকে যাচ্ছে, অন্যদিকে পথচারীরাও বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে। এরইমধ্যে রাস্তার মাঝেই বিটুমিনের চুলা বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাস্তার দুই পাশে আবাসিক ঘরবাড়ি থাকায় আগুন ও ধোঁয়ার ঝুঁকি আরও বেড়ে গেছে। আশপাশের বাসিন্দাদের অভিযোগ, বিটুমিন গলানো শুরু হলে তীব্র ধোঁয়া, দুর্গন্ধ ও বায়ুদূষণের কারণে বৃদ্ধ, শিশু ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এলাকাবাসীদের অভিযোগ, কাজ শুরু হওয়ার কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখানকার মানুষকে নিরাপদ চলাচলের কোনো বিকল্প ব্যবস্থা বা সাময়িক পথ তৈরি করা হয়নি। এমনকি কাজের সময়সূচিও জানানো হয়নি। ফলে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও সাধারণ মানুষকে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে ভোগান্তি সহ্য করতে হচ্ছে। স্থানীয়দের মতে, ঠিকাদারের গাফলতি ও নজরদারি হীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় খোলা জায়গা থাকা সত্ত্বেও সেখানে কাজের উপকরণ রাখার পরিবর্তে ব্রিজ ও প্রধান সড়কে জমা করে রাখা হয়েছে। একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন,রাস্তা মেরামতের নামে মানুষকে কষ্ট দেওয়া কোনো উন্নয়ন নয়। কিছু লোকের লাভের জন্য পুরো এলাকার মানুষকে দুর্ভোগে ফেলা হয়েছে। কাজ করতে হবে ঠিকই, কিন্তু মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নয়।আরেকজন পথচারী বলেন,স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই পথে যায়। বালু-পাথর ও কাজের যন্ত্রপাতির কারণে কয়েকবার শিক্ষার্থী পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে? এলাকাবাসীর দাবি,বালু-পাথর দ্রুত সরিয়ে ফেলা বিটুমিন গলানোর স্থান আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া চলাচলের জন্য নিরাপদ পথ নিশ্চিত করা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং জনদুর্ভোগ কমিয়ে পরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ কাজ চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, উন্নয়ন মানুষের স্বস্তি নিশ্চিত করার জন্য, দুর্ভোগ বাড়ানোর জন্য নয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
