ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
জনদুর্ভোগ সৃষ্টি করে চলছে রাস্তা মেরামতের কাজ এলাকাবাসীর ক্ষোভ
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Thursday, 27 November, 2025, 11:39 AM

জনদুর্ভোগ সৃষ্টি করে চলছে রাস্তা মেরামতের কাজ এলাকাবাসীর ক্ষোভ

জনদুর্ভোগ সৃষ্টি করে চলছে রাস্তা মেরামতের কাজ এলাকাবাসীর ক্ষোভ

বাউফল সরকারি কলেজের বিপরীতে দুই নং ওয়ার্ডের প্রধান সড়ক ও মদনপুরা সংযোগ ব্রিজ (উত্তর) সংলগ্ন মদনপুরা থেকে কাগুজীর পুল পর্যন্ত রাস্তা মেরামতের কাজ এক ধরনের দুর্ভোগে পরিণত হয়েছে। কাজের স্বার্থে প্রয়োজনীয় উপকরণ রাস্তার পাশে রাখার প্রচলন থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের মাঝখান ও ব্রিজের ওপরে বালু পাথর স্তূপ করে রাখায় এলাকাবাসীর ভোগান্তির সীমা ছাড়িয়ে গেছে।

প্রতিদিন ৪-৫ শতাধিক সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। ব্যস্ততম এ পথ দিয়ে অসংখ্য রিকশা, অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল করলেও সামগ্রী রেখে রাখা হওয়ায় যানবাহন একদিকে আটকে যাচ্ছে, অন্যদিকে পথচারীরাও বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে। 

এরইমধ্যে রাস্তার মাঝেই বিটুমিনের চুলা বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাস্তার দুই পাশে আবাসিক ঘরবাড়ি থাকায় আগুন ও ধোঁয়ার ঝুঁকি আরও বেড়ে গেছে। আশপাশের বাসিন্দাদের অভিযোগ, বিটুমিন গলানো শুরু হলে তীব্র ধোঁয়া, দুর্গন্ধ ও বায়ুদূষণের কারণে বৃদ্ধ, শিশু ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এলাকাবাসীদের অভিযোগ, কাজ শুরু হওয়ার কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখানকার মানুষকে নিরাপদ চলাচলের কোনো বিকল্প ব্যবস্থা বা সাময়িক পথ তৈরি করা হয়নি। এমনকি কাজের সময়সূচিও জানানো হয়নি। ফলে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও সাধারণ মানুষকে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে ভোগান্তি সহ্য করতে হচ্ছে।

স্থানীয়দের মতে, ঠিকাদারের গাফলতি ও নজরদারি হীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় খোলা জায়গা থাকা সত্ত্বেও সেখানে কাজের উপকরণ রাখার পরিবর্তে ব্রিজ ও প্রধান সড়কে জমা করে রাখা হয়েছে।

একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন,রাস্তা মেরামতের নামে মানুষকে কষ্ট দেওয়া কোনো উন্নয়ন নয়। কিছু লোকের লাভের জন্য পুরো এলাকার মানুষকে দুর্ভোগে ফেলা হয়েছে। কাজ করতে হবে ঠিকই, কিন্তু মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নয়।আরেকজন পথচারী বলেন,স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই পথে যায়। বালু-পাথর ও কাজের যন্ত্রপাতির কারণে কয়েকবার শিক্ষার্থী পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?

এলাকাবাসীর দাবি,বালু-পাথর দ্রুত সরিয়ে ফেলা বিটুমিন গলানোর স্থান আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া চলাচলের জন্য নিরাপদ পথ নিশ্চিত করা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং জনদুর্ভোগ কমিয়ে পরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ কাজ চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাদের মতে, উন্নয়ন মানুষের স্বস্তি নিশ্চিত করার জন্য, দুর্ভোগ বাড়ানোর জন্য নয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status