|
চাল সিন্ডিকেটের ভিডিও ধারণ করায় দীপ্ত টেলিভিশনের সাংবাদিকের উপরে হামলা
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() চাল সিন্ডিকেটের ভিডিও ধারণ করায় দীপ্ত টেলিভিশনের সাংবাদিকের উপরে হামলা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের সামনে ভিজিডির ৩০ কেজি করে চাল কম দামে কিনছিলেন দোবিলা গ্রামের কথিত চাল ব্যবসায়ী ও সিন্ডিকেট নেতা সাহেদ আলী। সাংবাদিক শিশির ঘটনাটি ভিডিও ধারণ করে সরকারি চাল কেনার অনিয়ম বন্ধ করতে বললে সাহেদ ক্ষিপ্ত হয়ে তার ছেলে আরিফ, আশিকসহ সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র হাতে ওই সাংবাদিকের ওপর হামলা চালান। এক পর্যায়ে তারা সাংবাদিককে ধাক্কা দিয়ে বারান্দা থেকে নিচে ফেলে মারধর ও লাঞ্ছিত করেন। স্থানীয় চেয়ারম্যান সহ এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ক্লিনিকে চিকিৎসা করান। এ ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শাহেদ ও তার সহযোগীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে সাংবাদিকদের ওপর চড়াও হচ্ছেন এবং অশ্রাব্য গালিগালাজ করছেন। লাঞ্ছিত সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির জানান, সরকারি চালের অনিয়ম ঠেকাতে গিয়ে সাংবাদিককে যদি হামলার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সিন্ডিকেটের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। হামলার সময় তার ক্যামেরা ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার পর তিনি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
