|
চট্টগ্রামের ডিলারকে ঘিরে উত্তেজনা, দীঘিনালায় সার কমিটির সভা স্থগিত
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() চট্টগ্রামের ডিলারকে ঘিরে উত্তেজনা, দীঘিনালায় সার কমিটির সভা স্থগিত বোয়ালখালী, কবাখালী ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অভিযোগ তোলেন—বোয়ালখালী ইউনিয়নের বর্তমান সার ডিলার মোহাম্মদ লোকমান প্রকৃত স্থানীয় নন। তিনি দীর্ঘ সময় ধরে চট্টগ্রামের রাউজান থেকে ডিলারশিপ পরিচালনা করছেন। সার বিতরণে অনিয়ম ও গণমাধ্যমে উঠে আসা অভিযোগও স্মরণ করিয়ে দেন তারা। জনপ্রতিনিধিদের দাবি, লোকমান একদিকে ইস্পাহানি টি লিমিটেডের চট্টগ্রাম জোনের ম্যানেজার, অন্যদিকে দীঘিনালায় মাসে মাত্র কয়েকদিন হোটেলে অবস্থান করাকে ‘বাসিন্দা’ হিসেবে দেখানো হয়েছে। সূত্র জানায়, ২০২৩ সালে লোকমান এনআইডি স্থানান্তর করে বোয়ালখালী ইউনিয়নের বাসিন্দা হওয়ার চেষ্টা করেন এবং পাঁচ বছরের বসবাস দেখান। কিন্তু স্থানীয়ভাবে যাচাইয়ে জানা যায়, তিনি দীঘিনালা বাসস্ট্যান্ডের একটি হোটেলে অস্থায়ীভাবে রাত্রীযাপন করেন। এমনকি স্থানীয় বাসিন্দা সনদ ও হেডম্যানের প্রত্যয়ন না থাকায় কল্পরঞ্জন মাঠ এলাকায় জমি কিনতেও ব্যর্থ হন তিনি। ‘সমন্বিত নীতিমালা ২০২৫’- ডিলারের সংখ্যা ও কার্যএলাকা ১(৪) ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগে সে ইউনিয়নের স্থায়ী বাসিন্দাই প্রথম অগ্রাধিকার পাবেন। উপজেলায় যোগ্য প্রার্থী না থাকলে জেলা, আর সর্বশেষ ক্ষেত্রে বাইরের কেউ বিবেচনায় আসতে পারবেন। কিন্তু জেলার বাইরে থেকে কাউকে ডিলার নিয়োগের বিধান নেই। বাবুছড়া ইউনিয়নের গগণ বিকাশ চাকমা বলেন,-স্থানীয়দের বাদ দিয়ে চট্টগ্রামের একজনকে ডিলার রাখা নীতিমালার লঙ্ঘন।দীঘিনালার বাসিন্দাই প্রথম অগ্রাধিকার। জেলার বাইরের কেউ কিভাবে সুযোগ পেল—এটা আইনি প্রক্রিয়ায় বাতিল করতে হবে। এসময় উপস্থিত জনপ্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
