|
খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া–এর সমর্থনে ত্রিপুরা সম্প্রদায়ের নির্বাচনী প্রচার কমিটি এক বিশাল র্যালি ও গণসমাবেশের আয়োজন করে। বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে নারী–পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষদের ঢল নামে। র্যালিটি খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল অডিটোরিয়ামে সমাবেশে রূপ নেয়। পুরো অডিটোরিয়াম ছিল উপচেপড়া ভিড়ে পরিপূর্ণ—রঙিন পোশাক, ঐতিহ্যবাহী সাজ, হাতে ধানের শীষ প্রতীকী শস্যগুচ্ছ এবং লিফলেট তুলে ধরে উপস্থিত জনতার উচ্ছ্বাসে উৎসবের আমেজ তৈরি হয়। ![]() খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাকিয়া জিন্নাত বিথী, প্রধান উপদেষ্টা, খাগড়াছড়ি জেলা বিএনপি, এছাড়াও উপস্থিত ছিলেন, এম. এন. আফছার, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি, মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি। অনিমেষ চাকমা রিংকু, নেতা, জেলা বিএনপি। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াদুদ ভূইয়ার বক্তব্যে উৎসাহ–উদ্দীপনা উপচেপড়া উপস্থিতি দেখে অভিভূত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন— খাগড়াছড়ির মানুষ বহু বছর ধরে তাদের ভোটাধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারেনি । ![]() খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ নিজেকে খাগড়াছড়ির সন্তান উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “এই পাহাড় আমার শিকড়, আমার জন্মভূমি। এখানকার প্রতিটি পরিবারের মুখে হাসি ফোটানোই আমার রাজনৈতিক জীবনের লক্ষ্য। প্রয়োজনে মানুষের কল্যাণে আমার জীবনও উৎসর্গ করতে প্রস্তুত।” ত্রিপুরা সম্প্রদায়ের ঐক্যবদ্ধ সমর্থন সমাবেশে উপস্থিত ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন— এই নির্বাচন পাহাড়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাদের ভাষায়, ধানের শীষের প্রতি জনগণের সমর্থন এখন দৃশ্যমান এবং এবার তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতেই মাঠে নেমেছেন। নারী উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সজ্জিত নারীরা হাতে ধানের শীষ ও লিফলেট ধরে সমাবেশকে উৎসবমুখর করে তোলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
