ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 27 November, 2025, 11:34 AM

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে চলছে নির্বাচনী জোয়ার। দীর্ঘ নীরবতার পর শহর থেকে অতি দুর্গম গ্রামাঞ্চল পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ও গণজোয়ার ফিরে এসেছে। বিশেষ করে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের অংশগ্রহণে এবার নির্বাচনী উৎসব আরও বর্ণিল হয়ে উঠেছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া–এর সমর্থনে ত্রিপুরা সম্প্রদায়ের নির্বাচনী প্রচার কমিটি এক বিশাল র‌্যালি ও গণসমাবেশের আয়োজন করে। বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে নারী–পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষদের ঢল নামে।

র‌্যালিটি খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল অডিটোরিয়ামে সমাবেশে রূপ নেয়। পুরো অডিটোরিয়াম ছিল উপচেপড়া ভিড়ে পরিপূর্ণ—রঙিন পোশাক, ঐতিহ্যবাহী সাজ, হাতে ধানের শীষ প্রতীকী শস্যগুচ্ছ এবং লিফলেট তুলে ধরে উপস্থিত জনতার উচ্ছ্বাসে উৎসবের আমেজ তৈরি হয়।

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ

সমাবেশে সভাপতিত্ব করেন, বাবু নারায়ণ ত্রিপুরা,সিনিয়র সহ-সভাপতি, মাটিরাঙ্গা পৌর বিএনপি, যুগ্ম সম্পাদক, ত্রিপুরা সম্প্রদায়ের নির্বাচন পরিচালনা কমিটি, খাগড়াছড়ি জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভূইয়া, সাবেক এমপি, বিএনপির মনোনীত প্রার্থী, খাগড়াছড়ি–২৯৮ কর্মসংস্থান বিষয়ক সহ–সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাকিয়া জিন্নাত বিথী, প্রধান উপদেষ্টা, খাগড়াছড়ি জেলা বিএনপি, এছাড়াও উপস্থিত ছিলেন, এম. এন. আফছার, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি, মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি। 

অনিমেষ চাকমা রিংকু, নেতা, জেলা বিএনপি। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াদুদ ভূইয়ার বক্তব্যে উৎসাহ–উদ্দীপনা উপচেপড়া উপস্থিতি দেখে অভিভূত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন— খাগড়াছড়ির মানুষ বহু বছর ধরে তাদের ভোটাধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারেনি ।

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের অভূতপূর্ব গণসমাবেশ

এবার পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ পরিবর্তনের পক্ষে জেগে উঠেছে। ত্রিপুরা জনগোষ্ঠীর এই মহাসমাবেশ প্রমাণ করে—খাগড়াছড়ি নতুন ইতিহাস রচনার পথে।” তিনি বলেন, “ধানের শীষ প্রতীক মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতীক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর নিরাপত্তা, উন্নয়ন, শিক্ষায় অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে কোনো কমতি রাখবো না।

নিজেকে খাগড়াছড়ির সন্তান উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “এই পাহাড় আমার শিকড়, আমার জন্মভূমি। এখানকার প্রতিটি পরিবারের মুখে হাসি ফোটানোই আমার রাজনৈতিক জীবনের লক্ষ্য। প্রয়োজনে মানুষের কল্যাণে আমার জীবনও উৎসর্গ করতে প্রস্তুত।” ত্রিপুরা সম্প্রদায়ের ঐক্যবদ্ধ সমর্থন সমাবেশে উপস্থিত ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন— এই নির্বাচন পাহাড়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে। 

তাদের ভাষায়, ধানের শীষের প্রতি জনগণের সমর্থন এখন দৃশ্যমান এবং এবার তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতেই মাঠে নেমেছেন। নারী উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।  ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সজ্জিত নারীরা হাতে ধানের শীষ ও লিফলেট ধরে সমাবেশকে উৎসবমুখর করে তোলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status