|
যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কী শেখাবে? — হাদিকে নীলা ইসরাফিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কী শেখাবে? — হাদিকে নীলা ইসরাফিল সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল হাদির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?’ তিনি আরও বলেন, ‘নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার।’ নীলা ইসরাফিল বলেন, ‘দেশের ট্র্যাজেডি এখানেই অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানেই ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘সংসদে বসে নীতি ঠিক করবে যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘যে শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে পাঠ্যবই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে তা হিসাব করার জন্য কেউ গণিত জানার দরকার পড়ে না।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
