|
ভুরুঙ্গামারীতে গণশুনানি অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভুরুঙ্গামারীতে গণশুনানি অনুষ্ঠিত বুধবার (৫ নভেম্বর ) উপজেলা পরিষদ সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানী পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এ সময় সরকারি দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সেবা গ্রহণ ও তথ্য প্রাপ্তির লক্ষে সেবা প্রত্যাশীগণ সরাসরি তাদের আবেদন তুলে ধরেন। গণশুনানিতে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করাই এ গণশুনানির মূল অভিপ্রায়। তিনি আরো বলেন, প্রতি বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
