ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত সংকটে পাঠদান ব্যাহত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 5 November, 2025, 6:08 PM

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত সংকটে পাঠদান ব্যাহত

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত সংকটে পাঠদান ব্যাহত

সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকট, শিক্ষক স্বল্পতা এবং অনুপযোগী পরিবেশের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন সম্প্রতি উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এসব সমস্যার বাস্তব চিত্র দেখেছেন।

পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩৮২ জন, কিন্তু শ্রেণিকক্ষের সংকটে ক্লাস নিতে হচ্ছে সংকুচিত স্থানে। নতুন ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের এখনও পুরনো ও জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠ নিতে হচ্ছে। ওয়াশব্লকের কাজ শুরু না হওয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষক স্বল্পতা, বেঞ্চের ঘাটতি এবং বিদ্যালয়টি মহাসড়কের পাশে হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও প্রায় একই রকম। জরাজীর্ণ ভবনের কারণে শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছে। টয়লেট না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। নতুন ভবনের কাজ অসমাপ্ত থাকায় পুরনো ভবনেই পাঠদান চলছে। এছাড়া বিদ্যালয়ের ৩৮ শতাংশ জমি পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় রেকর্ড করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শেষ হলেও এখনো হস্তান্তর করা হয়নি। ওয়াশব্লকের কাজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিদ্যালয়টি রাস্তার পাশে হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক-অভিভাবকরা।

তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র। ৪১৫ জন শিক্ষার্থী থাকলেও শ্রেণিকক্ষ সংকটের কারণে ক্লাসে ভিড় বাড়ছে। নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় পুরনো ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। শিক্ষক স্বল্পতা ও বেঞ্চের অভাব বিদ্যালয়টির অন্যতম প্রধান সমস্যা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বিদ্যালয়গুলো পরিদর্শন শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “বিদ্যালয়গুলোতে নানা সমস্যা থাকা সত্ত্বেও শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন, যা প্রশংসনীয়। সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

পরিদর্শনকালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status