ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
নির্বাচন নিয়ে হুমকি নেই, সাংবাদিকদের জবাবে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব কমেছে : জাহাঙ্গীর আলম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 November, 2025, 5:23 PM

নির্বাচন নিয়ে হুমকি নেই, সাংবাদিকদের জবাবে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব কমেছে : জাহাঙ্গীর আলম

নির্বাচন নিয়ে হুমকি নেই, সাংবাদিকদের জবাবে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব কমেছে : জাহাঙ্গীর আলম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গাজীপুরে বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার ক্রেডিবল ও উৎসবমুখর। এটি করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই।

বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা সংশ্লীষ্টরা অংশগ্রহণ করেন।

পরে তিনি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন অনুষ্ঠানে যোগদান করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও কিছু করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নিবে তাদেরও দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এগীয়ে আসা। এছাড়া নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একসঙ্গে কাজ করলে কোন সমস্যা হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, নিবার্চনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দুষ্কৃতকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে, তারা যেন কোন কার্যক্রম চালাতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায়। সত্যি ঘটনাটা আপনারা (সাংবাদিকরা) তুলে ধরে যদি বলেন তারা মিথ্যা বলতেছে তবে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়। যেটা আপনারা (সাংবাদিকরা) করতেছেন এবং ভবিষ্যতেও করবেন। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি সমাজে বিস্তার বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান সরকারের এই উপদেষ্টা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status