ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
চীনে ৭শ’ বছরের পুরনো কোরআন দেখতে উপচে পড়া ভিড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 February, 2019, 2:22 PM

চীনে ৭শ’ বছরের পুরনো কোরআন দেখতে উপচে পড়া ভিড়

চীনে ৭শ’ বছরের পুরনো কোরআন দেখতে উপচে পড়া ভিড়

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ছিংহাই ও গানসুতে শুরু হয়েছে পবিত্র কুরআনের হাতে লেখা প্রাচীন এক পাণ্ডুলিপির প্রদর্শনী।

এটি ৮৬৭ পৃষ্ঠায় হাতে লেখা দুই খণ্ডের পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি।

স্থানীয় সংবাদমাধ্যম ছিংহুয়ানেট ডট কম জানিয়েছে, এ পাণ্ডুলিপি দেখতে ওই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন চীনের হাজার হাজার মুসলিম।

অন্যান্য ধর্মাবলম্বীরাও কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপি দেখতে আসছেন বলে জানা গেছে।

এ প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ।

গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীটি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, প্রাচীন এই কোরআন শরীফ দেখতে প্রতিদিন ৬ হাজারেরও বেশি মানুষ আসছেন এখানে।

এদের মধ্যে ছিংহাই ও গানসু প্রদেশের সীমান্তবর্তী শহর শীনিংগের বাসিন্দারাই বেশি।

এর আগে ধর্মগ্রন্থটি স্থানীয় জিইযি মসজিদে সংরক্ষিত ছিল। অনুমান করা হচ্ছে যে, ১১ থেকে ১৩ শতকের কোনো এক সময়ে কোরআনের এ পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল।

প্রায় সাতশ বছর পেরিয়ে গেলেও পাণ্ডুলিপির আরবি হরফগুলো এখনো সুন্দর এবং উজ্জ্বল রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status