ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 3 November, 2025, 11:03 PM

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের ২৯৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে তিন জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক মো. শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হারুনুর রশিদ।

দলীয় সূত্রানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে অধ্যাপক শাহজাহান মিয়াা ৫ম থেকে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনেও তৎকালীন রাজশাহী-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ২০১৮ সালের নির্বাচনে এমপি হন দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম। তিন উপজেলার বাসিন্দারা তাকেই চাই। আর তাই এবারও তাকেই বেছে নিয়েছে বিএনপি।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ। তিনি এর আগে ৫ বার  জেলার সদর এই আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোটের নির্বাচনেও এমপি হন তিনি।

দলীয় সূত্র বলছে, বিগত ১৭ বছরে মনোনয়ন প্রাপ্তরা দলের প্রচার প্রচারনায় যথেষ্ট ভূমিকা রেখেছেন। এতে দল আরো শক্তিশালী হয়েছে এবং সাধারন জনগনের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাংসদদেও চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে। তাই কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status