| 
			
							
			
			 সম্প্রীতি বাড়াতে রাঙ্গামাটিতে পুলিশ সুপার কাপ মিনি ম্যারাথন ও হ্যান্ডবল প্রতিযোগিতা  
			
			মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি  
			
			
			 | 
		
			
			![]() সম্প্রীতি বাড়াতে রাঙ্গামাটিতে পুলিশ সুপার কাপ মিনি ম্যারাথন ও হ্যান্ডবল প্রতিযোগিতা সোমবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে এক প্রাণবন্ত পরিবেশে মিনি ম্যারাথনটি শুরু হয়। অংশগ্রহণকারীরা দৌড়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে গিয়ে ম্যারাথনটি শেষ করে। এর পরপরই মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচের জমজমাট ফাইনাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সম্মানিত যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) জনাব ফরিদা ইয়াসমিন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী নুসরাত এদীব লুনা মহোদয়। প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সম্প্রীতির এক শক্তিশালী প্রতীক।  এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে, যা সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাঙ্গামাটি জেলা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। রাঙ্গামাটি জেলা পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষাতেই নয়, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। খেলাধুলা মানুষকে কাছাকাছি আনে, ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে। সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচের ফাইনালে মুখোমুখি হয় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সমন্বিত স্কুল দল। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৮-২ গোলের বড় ব্যবধানে সমন্বিত স্কুল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  খেলা শেষে অতিথিবৃন্দ মিনি ম্যারাথনে বিজয়ী প্রতিযোগীদের এবং হ্যান্ডবল ম্যাচের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন, যা এই আয়োজনকে একটি সামাজিক উৎসবে রূপ দেয়।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
