ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জে থ্রিপিস দেয়ার প্রলোভনে নারীদের সাথে প্রতারণা
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Saturday, 1 November, 2025, 8:34 PM

চাঁপাইনবাবগঞ্জে থ্রিপিস দেয়ার প্রলোভনে নারীদের সাথে প্রতারণা

চাঁপাইনবাবগঞ্জে থ্রিপিস দেয়ার প্রলোভনে নারীদের সাথে প্রতারণা

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হাজার টাকায় চারটি থ্রিপিস বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ বুটিক হাউস চাঁপাইনবাবগঞ্জ শাখার বিরুদ্ধে। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এমন অতিরঞ্জিত বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করেছে শহরের জোতপ্রতাপ এলাকার দিবানিশি ক্লিনিকের সামনে নতুন গড়ে তোলা ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ প্রতিষ্ঠানটি। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শোরুমটির সামনে হাজারো নারীকে লাইনে দাঁড় করিয়ে রেখে এই অভিনব প্রতারনা করেছে তারা।

এ বিষয়ে ভুক্তভোগী নারীরা বলেন, গত কয়েকদিন থেকে ফেসবুকে বড় বাটিক হাউস উদ্বোধনে বিশাল ছাড়ের বিজ্ঞাপন দেয় ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’। আজ শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির চাঁপাইনবাবগঞ্জ শাখা উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে ১ হাজার টাকায় ৪টি থ্রি-পিস বিক্রি করা হবে এমন প্রচারণা ব্যাপকভাবে চালানো হয়। এই ডিসকাউন্টের কথা জানতে পেরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী সকাল ৭টা থেকে উত্তরবঙ্গ বাটিক হাউসের সামনে এসে ভিড় করেন। এতে সড়কে সৃষ্টি হয় যানজট। সকাল ১০টায় শোরুম উদ্বোধনের কথা থাকলেও বিকাল ৩টা পর্যন্ত শোরুম বন্ধ রাখে তারা।

প্রায় ৩০ কিরোমিটার শিবগঞ্জ থেকে আসা ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মেয়ে একটি বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে শোরুম উদ্বোধন উপলক্ষে এক হাজার টাকায় ৪টি থ্রিপিস বিক্রির ঘোষনা দেয়া হয়। তাই সকাল ১০টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও শোরুমের সামনে সকাল ৮টার আগেই হাজির হয়েছি। আমি যখন আসি তখন ২০ থেকে ২৫ জন নারী ছিলেন। কিন্তু ১০টা বাজতে বাজতেই সেখানে কয়েক হাজার নারী অবস্থান নেয়। তবে দুপুর পর্যন্ত শোরুমের সামনে অপেক্ষায় থাকলেও তালা খোলেনি প্রতিষ্ঠানটি।

নাচোল উপজেলা থেকে আসা কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন জানান, চাঁপাইনবাবগঞ্জের কিছু টিকটকারদের কারনে আজকের এই অবস্থা। এই অফারটিকে তারা এমনভাবে প্রচার করে যাতে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী নারীরা ছুটে এসেছে। ৫ থেকে ৬ ঘন্টা এতো ভিড় সহ্য করে কিছু একটা কিনতে পারলেও ভালো লাগতো। কিন্তু সেটিও করতে পারিনি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দরকার। এমন অবস্থার মধ্যেও পুলিশ এনিয়ে কোন ব্যবস্থা না নিয়ে বরং আমাদেরকেই বারবার শেরুমের সামনে থেকে সরিয়েছে।

স্থানীয় বাসিন্দা সাগর আহমেদ জানান, নির্ধারিত সময়ের আগেই শোরুমের আশেপাশের এলাকায় নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে সড়কে যান চলাচলে বাধাগ্রস্থ হয়। শুনেছি তারা প্রথম ৩ শত জনকে এই অফার দিতে পারবে। কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল কয়েক হাজার নারী। এদিকে বেলা ১২টার পর অফারটি বন্ধ বলে ঘোষনা দিলে কিছু নারী ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু তারপরেও কয়েকশ নারী শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল।

এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় আসার কথা থাকলেও কয়েকজন টিকটকারকে সাথে নিয়ে দুপুর ১২টায় শোরুম উদ্বোধন করতে আসেন জনপ্রিয় কমেডিয়ান ও মডেল আবু হেনা রনি। এ সময় তিনি নিজেই কয়েক দফায় নারীদের সরে যাওয়ার অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি। পরে শোরুম উদ্বোধন না করেই ফিরে যান আবু হেনা রনি।

এদিকে চলাচলের সড়কে নারীদের এমন উপস্থিতিতে বিশাল যানজটের সৃষ্টির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। নারীদের বারবার থ্রিপিস বিক্রি করা হবে না জানালেও তারা বেলা ৩টা পর্যন্ত শোরুমের সামনেই অবস্থান নেয়।

তবে প্রতারণার বিষয়টি অস্বীকার করেন উত্তরবঙ্গ বাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বারী। মুঠোফোনে তিনি জানান, ৩ শত জনের জন্য আমাদের অফারটি ছিল। যেহেতু উপস্থিতি অনেক বেশি তাই শোরুম খোলা যায়নি। এমন অতিরিক্ত উপস্থিতির ঘটনা অপ্রত্যাশিত বলে জানান তিনি। আর নিরাপত্তার স্বার্থে উদ্বোধনের বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আগেই জানানো হয়েছিল।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, শোরুম উদ্বোধনের বিষয়টি আগে থেকে জানা ছিল না। বাটিক হাউসের স্বত্বাধিকারী অবস্থা বেগতিক দেখে তা আমাদেও পুলিশের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু বিভিন্ন মাধ্যমে ঘটনাস্থলে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status