|
চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ায় গ্রীন এনার্জির মডেল সিটি: জিয়াউর
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ায় গ্রীন এনার্জির মডেল সিটি: জিয়াউর সাম্প্রতিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সঙ্গে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানি দুটি। চসিকের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিইজি ও ডিএইচটির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠান দুটির প্রেসিডেন্ট জিয়াউর আর চৌধুরী। চুক্তির শর্ত অনুসারে, চসিকের সরবরাহ করা ৩ হাজার টন বর্জ্য থেকে বছরে ৪৫ মিলিয়ন গ্যালন পরিবেশবান্ধব ডিজেল ও বিমানের জ্বালানি উৎপাদন করবে এ দুই কোম্পানি। চুক্তি স্বাক্ষরের পর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চসিক বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই ও লাভজনক করতে এই প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে বর্জ্য হবে সম্পদে রূপান্তরিত এবং দেশের জ্বালানি খাতে যুক্ত হবে এক নতুন দিগন্ত। জিয়াউর আর চৌধুরী বলেন, এ ধরনের প্রকল্প এশিয়ায় এটাই প্রথম। আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খুব দ্রুতই এর কাজ শুরু করব। চট্টগ্রাম হতে পারে দক্ষিণ এশিয়ায় গ্রীন এনার্জির মডেল সিটি। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের সচিব আশরাফুল আমিন, বিইজি ও ডিএইচটির কান্ট্রি কোঅর্ডিনেটর এডভোকেট অ্যাডভোকেট আরিফ মঈন উদ্দীন রেজা ও চসিক নির্বাহী প্রকৌশলী জনাব আশিকুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
