|
গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের অবস্থান
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের অবস্থান সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ দশম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করনসহ ২১ দফা দাবিতে অনুষ্ঠিত বিক্ষােভ সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজি'র সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুল, মাহমুদা সিকদার, মোহাম্মদ আজিজুর রহমান, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন, এফ এম কামাল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, সরকার আসে সরকার যায়। কিন্তু সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। কিন্তু সাংবাদিকদের ন্যূনতম প্রাপ্য বেতন সুযোগ-সুবিধা বাস্তবায়ন হয় না। তিনি বলেন, সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে গণমাধ্যম টিকবে না। অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি করেন তিনি । তিনি আরও বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন-সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সভাপতি বলেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিকল্প নেই। সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিত এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। সাংবাদিক নেতা আরো বলেন, সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। তিনি এসব দাবি আদায়ের পক্ষে সোচ্চার হওয়ার জন্য সকল গণমাধ্যম কর্মীর প্রতি আহ্বান জানান। এ বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এইসব দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হোসেন, গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, টঙ্গী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আর নাসির, গাছা প্রেস ক্লাবের মোহাম্মদ জাকির হোসেন জিয়া ও নজরুল ইসলাম এবং বিভিন্ন প্রেসক্লাব এবং সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
