ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
চীনা যোগসাজশের আশঙ্কা
এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে ‘টিপি-লিংক’ রাউটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 November, 2025, 4:40 PM

এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে ‘টিপি-লিংক’ রাউটার

এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে ‘টিপি-লিংক’ রাউটার

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রে জনপ্রিয় রাউটার ব্র্যান্ড ‘টিপি-লিংক’ নিষিদ্ধের পথে রয়েছে। জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে এ পদক্ষেপ নিতে পারে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যেই প্রতিরক্ষা, বিচার এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়সহ একাধিক সরকারি সংস্থা এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

সূত্র জানায়, কয়েক মাস ধরে একটি আন্তঃসংস্থা প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। মূল উদ্বেগের বিষয় হলো ‘টিপি-লিংক’-এর সঙ্গে চীনের যোগসাজশের আশঙ্কা। যদিও ২০২২ সালে কোম্পানিটি চীনা মূল প্রতিষ্ঠান ‘টিপি-লিংক টেকনোলজিস’ থেকে আলাদা হয়ে স্বতন্ত্রভাবে গঠিত হয়েছিল, তবুও যুক্তরাষ্ট্রের আশঙ্কা, কোম্পানিটির সঙ্গে এখনও চীনের সম্পর্ক থাকতে পারে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন চীনের আইন অনুযায়ী টিপি-লিংককে গোয়েন্দা সংস্থার নির্দেশে কাজ করতে হতে পারে। এতে রাউটারে ক্ষতিকর সফটওয়্যার আপডেট চালানোর ঝুঁকি থেকে যেতে পারে।

অন্যদিকে, টিপি-লিংকের এক মুখপাত্র চীনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা চীনের ওপর প্রভাব ফেলবে না, বরং একটি আমেরিকান কোম্পানিই এতে ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রাউটার বাজারের ৩৬ থেকে ৬০ শতাংশ শেয়ার টিপি-লিংকের দখলে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই নিষেধাজ্ঞা শুধু নিরাপত্তার কারণেই নয়, বরং চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কৌশলগত চাপ সৃষ্টি করতেও ব্যবহার হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status