|
চীনা যোগসাজশের আশঙ্কা
এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে ‘টিপি-লিংক’ রাউটার
নতুন সময় ডেস্ক
|
![]() এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে ‘টিপি-লিংক’ রাউটার সূত্র জানায়, কয়েক মাস ধরে একটি আন্তঃসংস্থা প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। মূল উদ্বেগের বিষয় হলো ‘টিপি-লিংক’-এর সঙ্গে চীনের যোগসাজশের আশঙ্কা। যদিও ২০২২ সালে কোম্পানিটি চীনা মূল প্রতিষ্ঠান ‘টিপি-লিংক টেকনোলজিস’ থেকে আলাদা হয়ে স্বতন্ত্রভাবে গঠিত হয়েছিল, তবুও যুক্তরাষ্ট্রের আশঙ্কা, কোম্পানিটির সঙ্গে এখনও চীনের সম্পর্ক থাকতে পারে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন চীনের আইন অনুযায়ী টিপি-লিংককে গোয়েন্দা সংস্থার নির্দেশে কাজ করতে হতে পারে। এতে রাউটারে ক্ষতিকর সফটওয়্যার আপডেট চালানোর ঝুঁকি থেকে যেতে পারে। অন্যদিকে, টিপি-লিংকের এক মুখপাত্র চীনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা চীনের ওপর প্রভাব ফেলবে না, বরং একটি আমেরিকান কোম্পানিই এতে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে রাউটার বাজারের ৩৬ থেকে ৬০ শতাংশ শেয়ার টিপি-লিংকের দখলে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই নিষেধাজ্ঞা শুধু নিরাপত্তার কারণেই নয়, বরং চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কৌশলগত চাপ সৃষ্টি করতেও ব্যবহার হতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
