|
বাগমারায় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, বিপাকে কৃষকরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, বিপাকে কৃষকরা স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চলে পানি জমে যায়। এতে আগাম মৌসুমের আলু, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজি এবং পানবরজের মারাত্মক ক্ষতি হয়েছে। এছাড়া পুকুরে চাষ করা মাছও ভেসে গেছে। মাধাইমুড়ি গ্রামের কৃষক শামসুদ্দিন মন্ডল বলেন, জমির ধান কেটে রাখা ছিল, রাতভর বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। আরেক কৃষক আব্দুর রহিম জানান, বৃষ্টিতে পানবরজ পড়ে গিয়ে বড় ক্ষতি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পানি নিষ্কাশনের খাল ও ড্রেনেজ পথ বন্ধ করে মাছ চাষ করায় জলাবদ্ধতা বেড়েছে। ফলে বৃষ্টির পানি নামতে না পেরে ফসল নষ্ট হয়েছে। বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এক রাতের বৃষ্টিতে শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতির তালিকা তৈরি শুরু হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও পরামর্শ দেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
