|
পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজামুল ইসলাম নিজাম, পেকুয়া
|
![]() পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পেকুয়া কবির আহমদ চৌধুরী মাঠে একত্রিত হয়। ওকান থেকে উপজেলা যুবদলের নেতৃত্বে বর্ণাঢ্য সাজে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে পেকুয়া চৌমুহনীস্থ উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে এক যুব সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলা শাখার আহবায়ক কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম.বাহাদুর শাহ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এড. ছৈয়দ আহমদ উজ্জল, এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন- কক্সসবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দীন জিসান, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলিম উদ্দীন, কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, এতে পেকুয়া উপজেলা বিএনপিস সদস্য নুরুল আবছার বদু, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ, কৃষকদলের আহ্বায়ক আবু সিদ্দিক রনি, উপজেলা ছাত্রদল আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাসেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মগনামা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন, সদর পূর্ব জোন ইউনিয়ন যুবদলের আহবায়ক দিদারুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ কাইছার উদ্দিন, শিলখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আউয়াল দুলাল, সদস্য সচিব আবু তাহের ফরহাদ, বারবাকিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শওকত হোসেন, সদস্য সচিব নুরুল হোসেন, উজানটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব নবাব শরীফ, রাজাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আব্বাস, সদস্য সচিব আবু ছৈয়দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ দিনটি উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন সাজে সাজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
