|
কাপাসিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিউল্লা মিঠুর ৩১দফার গণসংযোগ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কাপাসিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিউল্লা মিঠুর ৩১দফার গণসংযোগ গণসংযোগের সময় স্থানীয় বিএনপি'র শতাধিক নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বাজারের প্রতিটি দোকানে গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করেন এবং দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। একপর্যায়ে এটি এলাকায় উৎসাহ সৃষ্টি'র মধ্যদিয়ে উপস্থিত মানুষের ভিড়ে গণসংযোগটি পথসভায় রূপ নেয়। এদিন বিকেল চারটার দিকে কড়িহাতা পশ্চিম বাজার থেকে গণসংযোগ শুরু করে তিনি বাজার জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে আসরের নামাজ আদায় করেন। এরপর তিনি ফলবাজার, কাঁচাবাজার, মাছবাজার, কাপড়বাজার ও মেইন রোড এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে ৩১ দফার আলোকে মতবিনিময় করেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“আমি মেজর (অব.) মোহাম্মদ শফিউল্লাহ মিঠু। আমার বাবা ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কাপাসিয়ার প্রতিষ্ঠাতা। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। আমার বাবা কাপাসিয়া থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।" এর ধারাবাহিকতায় তিনি আরো বলেন, "আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কাপাসিয়াকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে কাপাসিয়াবাসীর আশা পূরণে কাজ করব।” মনোনয়ন প্রত্যাশি এই নেতা বলেন, “আগামী দিনে কাপাসিয়ায় বেকারত্ব দূরীকরণে পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন করব। তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। কাপাসিয়ার মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকব।” গণসংযোগে বিএনপির অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সন্মানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. আব্দুস সাত্তার, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেনসহ শতাধিক নেতা-কর্মী। ত্রিমুহনী বাজারের স্থানীয় ব্যবসায়ী মাওলানা মোতাহার হোসেন বলেন,“মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর বাবা ডা. সানাউল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার ছেলেও যোগ্য প্রার্থী। তিনি মনোনয়ন পেলে আমরা সবাই তাকে ভোট দেব।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
