ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
নিষেধাজ্ঞা শেষ আজ মধ্যে রাতে, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সংকেত, ঝুঁকিতে জেলেরা
মো.বাচ্চু ,রাঙ্গাবালী
প্রকাশ: Saturday, 25 October, 2025, 6:55 PM

নিষেধাজ্ঞা শেষ আজ মধ্যে রাতে, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সংকেত, ঝুঁকিতে জেলেরা

নিষেধাজ্ঞা শেষ আজ মধ্যে রাতে, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সংকেত, ঝুঁকিতে জেলেরা

ইলিশের প্রজননকালীন ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা আজ রাতেই শেষ হচ্ছে। শনিবার মধ্যরাতে শেষ হতেই অনেক জেলে নদীতে নামার অপেক্ষায় রয়েছেন। তবে উপকূলীয় অঞ্চলজুড়ে একযোগে বৈরী আবহাওয়া ও সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত জারি হওয়ায় হিমশিম খাচ্ছেন তাঁরা। সরকার গত ৪ অক্টোবর থেকে শুরু করে ২৫ অক্টোবর মধ্যে রাত পর্যন্ত মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে, উদ্দেশ্য প্রজননভূমিতে মা ইলিশকে সুরক্ষা দেওয়া।

এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দর‑সহ রাঙ্গাবালী অঞ্চলে সংকেত ১ নম্বর দেখিয়ে দেওয়া হয়েছে। এতে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।


কিন্তু চাল নেই, সংসার চলছে ধারদেনায়—এই অবস্থায় জেলেদের উদ্বেগ বাড়ছে। রাঙ্গাবালীর এক অভিজ্ঞ মাঝি মো. হাসান গাজী বলেন,  
আজ আমরা মধ্যে রাতের পর নদী মাছ ধরতে পারি কিনা—সে চিন্তায় ঘুম নেই। নিষেধাজ্ঞা তো শেষ, কিন্তু নদী বন্দর গুলোতে ১ নম্বর সংকেত, নদীতে যাওয়া নিষেধ আমাদের উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এখন আমাদের কোন উপায় নাই। নিষেধাজ্ঞা আজ মধ্যে রাতে শেষ, নদী বন্দরে ১ নম্বর সংকেত দিল। আমাদের পরিস্থিতি এমন—চাল নাই, মাছ ধরতে পারিনি, এখন নৌকা নামাতে ঝুঁকি নিতে হবে কী না ঠিক করিনি।”  

একইভাবে বড়বাইশদিয়ার মো. শহিদুল মাঝি বলছেন,  
ঋণ গেছে মহাজনের কাছে, সুদসহ। এবার যদি মাছ না পাওয়া যায়, তাহলে পরিবার সামনে কী বলব? নদী খুলেছে বলেই মন চায় নামব, কিন্তু সংকেত থাকায় কি নামা যাবে—ভেসে যাচ্ছে আমাদের আশা।”

মৎস্য বিভাগ ও আবহাওয়া অধিদপ্তর বলছে, সমুদ্র ও নদীতে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য। বিশেষ করে ঝড়ো হাওয়া ও উচ্চ ঢেউর সময় ট্রলারগুলিকে ঘাটে থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status