|
নিষেধাজ্ঞা শেষ আজ মধ্যে রাতে, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সংকেত, ঝুঁকিতে জেলেরা
মো.বাচ্চু ,রাঙ্গাবালী
|
![]() নিষেধাজ্ঞা শেষ আজ মধ্যে রাতে, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সংকেত, ঝুঁকিতে জেলেরা এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দর‑সহ রাঙ্গাবালী অঞ্চলে সংকেত ১ নম্বর দেখিয়ে দেওয়া হয়েছে। এতে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। কিন্তু চাল নেই, সংসার চলছে ধারদেনায়—এই অবস্থায় জেলেদের উদ্বেগ বাড়ছে। রাঙ্গাবালীর এক অভিজ্ঞ মাঝি মো. হাসান গাজী বলেন, আজ আমরা মধ্যে রাতের পর নদী মাছ ধরতে পারি কিনা—সে চিন্তায় ঘুম নেই। নিষেধাজ্ঞা তো শেষ, কিন্তু নদী বন্দর গুলোতে ১ নম্বর সংকেত, নদীতে যাওয়া নিষেধ আমাদের উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এখন আমাদের কোন উপায় নাই। নিষেধাজ্ঞা আজ মধ্যে রাতে শেষ, নদী বন্দরে ১ নম্বর সংকেত দিল। আমাদের পরিস্থিতি এমন—চাল নাই, মাছ ধরতে পারিনি, এখন নৌকা নামাতে ঝুঁকি নিতে হবে কী না ঠিক করিনি।” একইভাবে বড়বাইশদিয়ার মো. শহিদুল মাঝি বলছেন, ঋণ গেছে মহাজনের কাছে, সুদসহ। এবার যদি মাছ না পাওয়া যায়, তাহলে পরিবার সামনে কী বলব? নদী খুলেছে বলেই মন চায় নামব, কিন্তু সংকেত থাকায় কি নামা যাবে—ভেসে যাচ্ছে আমাদের আশা।” মৎস্য বিভাগ ও আবহাওয়া অধিদপ্তর বলছে, সমুদ্র ও নদীতে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য। বিশেষ করে ঝড়ো হাওয়া ও উচ্চ ঢেউর সময় ট্রলারগুলিকে ঘাটে থাকতে বলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
