|
রেদওয়ান রনি ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন এখন সত্যি!
নতুন সময় প্রতিবেদক
|
![]() রেদওয়ান রনি ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন এখন সত্যি! অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার কার্যত স্বীকারই করলেন সাদিয়া আয়মান, রেদওয়ান রনির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে হাজির হন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। অনুষ্ঠানের উপস্থাপিকা মৌসুমী মৌ সাদিয়ার হাতে একটি চিরকুট তুলে দেন, যেখানে লেখা ছিল-রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা? এর জবাবে সাদিয়া হাসিমুখে বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে। এই বক্তব্যের পর আর কোনো সংশয়ের জায়গা থাকল না- সাদিয়া আয়মান নিজেই পরোক্ষভাবে স্বীকার করলেন রেদওয়ান রনির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের বিষয়টি। উল্লেখ্য, ফাতেমা তাসনিম সাদিয়া, যিনি সাদিয়া আয়মান নামে বেশি পরিচিত, টেলিভিশন নাটকে অভিষেক করেন ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফ (২০১৯) নাটকের মাধ্যমে। এরপর শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক (২০২২) নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। আর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা (২০২৪) চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এই প্রতিভাবান অভিনেত্রীর।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
