ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
রেদওয়ান রনি ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন এখন সত্যি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 October, 2025, 4:38 PM

রেদওয়ান রনি ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন এখন সত্যি!

রেদওয়ান রনি ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন এখন সত্যি!

নির্মাতা রেদওয়ান রনি ও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান-এই জুটির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এক পর্যায়ে শোনা যায়, নাকি তাদের সম্পর্ক ভেঙেও গেছে। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দেন দুজনেই। যদিও তখনও কেউ মুখ খোলেননি সম্পর্কের বিষয়ে।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার কার্যত স্বীকারই করলেন সাদিয়া আয়মান, রেদওয়ান রনির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে হাজির হন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। অনুষ্ঠানের উপস্থাপিকা মৌসুমী মৌ সাদিয়ার হাতে একটি চিরকুট তুলে দেন, যেখানে লেখা ছিল-রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা?

এর জবাবে সাদিয়া হাসিমুখে বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।

এই বক্তব্যের পর আর কোনো সংশয়ের জায়গা থাকল না- সাদিয়া আয়মান নিজেই পরোক্ষভাবে স্বীকার করলেন রেদওয়ান রনির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের বিষয়টি।

উল্লেখ্য, ফাতেমা তাসনিম সাদিয়া, যিনি সাদিয়া আয়মান নামে বেশি পরিচিত, টেলিভিশন নাটকে অভিষেক করেন ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফ (২০১৯) নাটকের মাধ্যমে। এরপর শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক (২০২২) নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। আর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা (২০২৪) চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এই প্রতিভাবান অভিনেত্রীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status