ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
টঙ্গীর ক্যামিকেল গুদামের অগ্নিকাণ্ডে আরো একজন না ফেরার দেশে, মৃতের সংখ্যা ৪
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 27 September, 2025, 4:37 PM

টঙ্গীর ক্যামিকেল গুদামের অগ্নিকাণ্ডে আরো একজন না ফেরার দেশে, মৃতের সংখ্যা ৪

টঙ্গীর ক্যামিকেল গুদামের অগ্নিকাণ্ডে আরো একজন না ফেরার দেশে, মৃতের সংখ্যা ৪

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মারা গেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়।

এ ঘটনায় আহত ফায়ার সার্ভিসের চার সদস্যের মধ্যে ইতোমধ্যে তিনজন মৃত্যুবরণ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ফায়ারফাইটার শামীম আহমেদ, ২৪ সেপ্টেম্বর ফায়ারফাইটার নুরুল হুদা, ২৭ সেপ্টেম্বর ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম মৃত্যুবরণ করেছেন। এছারা আল আমিন বাবু হাওলাদার নামে একজন দোকান কর্মচারীও এ ঘটনায় মৃত্যুবরণ করেন।

ওইদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে। ব্যক্তিগত জীবন ও কর্মজীবন খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। কর্মজীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম এবং সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক। তার পিতা খন্দকার মোজাম্মেল হক ও মাতা দেলোয়ারা বেগম। ফায়ার সার্ভিসের সদস্যরা সবসময় জীবনবাজি রেখে দুর্ঘটনাপ্রবণ স্থানে কাজ করেন। 

দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন ফায়ার সার্ভিস সদস্য প্রাণ দিয়েছেন। সর্বশেষ সেই গৌরবময় আত্মত্যাগের তালিকায় যুক্ত হলো ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের নাম। তার মৃত্যুতে সহকর্মী ও পরিবার-পরিজন গভীর শোকাহত।

ফায়ার সার্ভিস জানিয়েছে দেশ ও জাতীর কল্যাণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সত্যিকারের এক বীরের ন্যায় বিদায় নিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status