কুড়িগ্রামে নদী শাসন ও চর বিষয়ক মন্ত্রনালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে নদী শাসন ও চর বিষয়ক মন্ত্রনালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আয়োজনে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ছাঁট কালুয়া সারোডোব এলাকায় মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মানববন্ধনে স্থানীয় এলাকার শতশত মানুষজন উপস্থিত হয়। এসময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়রা কুড়িগ্রামে স্থায়ী নদী শাসন ও চর বিষয়ক মন্ত্রনালয়ের যৌক্তিক দাবী তুলে ধরেন। সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সিনিয়র নেতা জহুরুল আলম, স্থানীয় জন প্রতিনিধি, সূধী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমূখ বক্তব্য প্রদান করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |