শিবগঞ্জে ৬২টি মন্দির পাহাড়ায় ৩৮৮ জন আনসার সদস্য
মহসিন শিবগঞ্জ, বগুড়া
|
![]() শিবগঞ্জে ৬২টি মন্দির পাহাড়ায় ৩৮৮ জন আনসার সদস্য সেগুলো হচ্ছে কুকিকালীদাস মধ্যপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ, কুকি জগন্নাথ পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ, কুলুপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ, উত্তর বেলাই কারুন্ডা সার্বজনীন দূর্গা মন্ডপ, উত্তর বেলাই সার্বজনীন দূর্গা মন্ডপ, কিচক গোপিনাথপুর হিন্দুপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ, কুকিজগন্নাথপুর পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ ও বেড়াবালা সার্বজনীন দূর্গা মন্ডপ। তিনি আরো জানান, ইতিপূর্বে পূজা মন্ডপ পাহাড়ায় গত ২৪ সেপ্টেম্বর ১৪০ জন আনসার সদস্যকে দায়িত্ব পালনে পাঠানো হয়েছে। তবে ৩৮৮ জন আনসার সদস্য ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পূজা মন্ডপগুলোতে অবস্থান করবে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাবেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |