কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে র্যাব -১৩ এর প্রেস ব্রিফিং
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে র্যাব -১৩ এর প্রেস ব্রিফিং (র্যাব)-১৩ প্রেস ব্রিফিং করেছে। ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় কুড়িগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের শ্রী শ্রী দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে জেলা হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিং করেন কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি, র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান। এসময় তিনি কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি, র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছে। রোববার ষষ্ঠী পূজা শুরু থেকে দুর্গাপূজার দশমী পর্যন্ত আমাদের র্যাবের টিম টহল থাকবে এবং প্রত্যেক পূজা মণ্ডপে সাদা পোশাকে নজরদারি করবে। এছাড়া জরুরি প্রয়োজনে আমরা হটলাইনের নাম্বার সব মন্দির এলাকায় দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকার, সদস্য সচিব বিশ্বজিৎ ভট্রাচার্য, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র রায়, শ্রী শ্রী দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে সভাপতি শ্যামল ভৌমিকসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |