ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২
মিজানুর রহমান সোহেলের ‘এক বছরে কোটিপতি’ বইয়ের প্রি-অর্ডার শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 June, 2025, 6:03 PM
সর্বশেষ আপডেট: Sunday, 15 June, 2025, 6:06 PM

মিজানুর রহমান সোহেলের ‘এক বছরে কোটিপতি’ বইয়ের প্রি-অর্ডার শুরু

মিজানুর রহমান সোহেলের ‘এক বছরে কোটিপতি’ বইয়ের প্রি-অর্ডার শুরু

উদীয়মান উদ্যোক্তা, ব্যবসা অনুরাগী এবং দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষা যাদের, তাদের জন্য প্রকাশিত হয়েছে লেখক ও উদ্যোক্তা মিজানুর রহমান সোহেলের নতুন বই ‘এক বছরে কোটিপতি’। বইটি ইতোমধ্যে রকমারি ডটকম, প্রথমা ডটকম, ওয়াফি লাইফ ডটকম, বুকস কর্নার, ই-জননী ডটকম, বইসদাই ডটকম, পিবিএস ডটকম, বাতিঘর ডটকমসহ দেশের সকল অনলাইন বই বিক্রয়ের প্ল্যাটফর্মে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে। ১৫ জুন পর্যন্ত বিশেষ মূল্যছাড়ে বইটি প্রি-অর্ডার করা যাবে।

বইটি সম্পর্কে লেখক মিজানুর রহমান সোহেল বলেন, অল্প সময়ে বড় সাফল্য পেতে আগ্রহী ব্যক্তিদের জন্য এই বইটি একটি বাস্তবসম্মত রোডম্যাপ হিসেবে কাজ করবে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১ জন। এই পরিসংখ্যানই বলে দেয়, কোটিপতি হওয়া এখন আর কল্পনা নয়, বরং বাস্তবতা। এই পরিসংখ্যান নতুনদের স্বপ্ন দেখতে ও সফল হতে সাহস জোগাবে। এই বইয়ের প্রতিটি অধ্যায়, আইডিয়া ও কেস স্ট্যাডি পাঠকদের সেই বাস্তবতাকে ছুঁতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

বইটিতে স্থান পেয়েছে বিশ্বখ্যাত ৩১ জন উদ্যোক্তার অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প, যাদের শুরুতে ‘পাগল’ ভাবা হলেও পরবর্তীতে তারা হয়ে উঠেছেন সাফল্যের প্রতিচ্ছবি। এছাড়া বইটিতে রয়েছে দ্রুত ধনী হওয়ার গল্প নিয়ে নির্মিত ১০০টি বিশ্বসেরা চলচ্চিত্রের মোটিভেশনাল বিশ্লেষণ, যা পাঠকের সফল হওয়ার মানসিক প্রস্তুতি নিতে ও কৌশল নির্ধারণে সাহায্য করবে।

বইটিতে রয়েছে চার শতাধিক স্মার্ট বিজনেস আইডিয়া, সেখান থেকে যে কেউ নিজের উপযোগী একটি আইডিয়া বেছে নিয়ে সফলতার যাত্রা শুরু করতে পারেন। রয়েছে কোটিপতি হওয়ার পূর্বপ্রস্তুতি ও বাস্তব পরিকল্পনা, দ্রুত সফলতার জন্য প্রয়োজনীয় রিসোর্স, সময় ব্যবস্থাপনা ও স্ট্র্যাটেজি, খুব সামান্য উদ্যোগ থেকে কোটিপতি হওয়া মানুষের সাফল্যের রহস্য, সফল কোটিপতিদের কেস স্ট্যাডি, ব্যর্থদের সাফল্যের গল্প, কোটিপতি উদ্যোক্তাদের মৌলিক আইডিয়া, সাফল্যের রোডম্যাপ এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল। বইটির প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন পাঠক নিজের লক্ষ্য ঠিক করে ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারেন।

‘এক বছরে কোটিপতি’ বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। ৩০৪ পৃষ্ঠার প্রিমিয়াম কোয়ালিটির এই বইটির মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা। তবে প্রি-অর্ডারে বিশেষ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status