|
মিজানুর রহমান সোহেলের ‘এক বছরে কোটিপতি’ বইয়ের প্রি-অর্ডার শুরু
নতুন সময় ডেস্ক
|
![]() মিজানুর রহমান সোহেলের ‘এক বছরে কোটিপতি’ বইয়ের প্রি-অর্ডার শুরু বইটি সম্পর্কে লেখক মিজানুর রহমান সোহেল বলেন, অল্প সময়ে বড় সাফল্য পেতে আগ্রহী ব্যক্তিদের জন্য এই বইটি একটি বাস্তবসম্মত রোডম্যাপ হিসেবে কাজ করবে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১ জন। এই পরিসংখ্যানই বলে দেয়, কোটিপতি হওয়া এখন আর কল্পনা নয়, বরং বাস্তবতা। এই পরিসংখ্যান নতুনদের স্বপ্ন দেখতে ও সফল হতে সাহস জোগাবে। এই বইয়ের প্রতিটি অধ্যায়, আইডিয়া ও কেস স্ট্যাডি পাঠকদের সেই বাস্তবতাকে ছুঁতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। বইটিতে স্থান পেয়েছে বিশ্বখ্যাত ৩১ জন উদ্যোক্তার অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প, যাদের শুরুতে ‘পাগল’ ভাবা হলেও পরবর্তীতে তারা হয়ে উঠেছেন সাফল্যের প্রতিচ্ছবি। এছাড়া বইটিতে রয়েছে দ্রুত ধনী হওয়ার গল্প নিয়ে নির্মিত ১০০টি বিশ্বসেরা চলচ্চিত্রের মোটিভেশনাল বিশ্লেষণ, যা পাঠকের সফল হওয়ার মানসিক প্রস্তুতি নিতে ও কৌশল নির্ধারণে সাহায্য করবে। বইটিতে রয়েছে চার শতাধিক স্মার্ট বিজনেস আইডিয়া, সেখান থেকে যে কেউ নিজের উপযোগী একটি আইডিয়া বেছে নিয়ে সফলতার যাত্রা শুরু করতে পারেন। রয়েছে কোটিপতি হওয়ার পূর্বপ্রস্তুতি ও বাস্তব পরিকল্পনা, দ্রুত সফলতার জন্য প্রয়োজনীয় রিসোর্স, সময় ব্যবস্থাপনা ও স্ট্র্যাটেজি, খুব সামান্য উদ্যোগ থেকে কোটিপতি হওয়া মানুষের সাফল্যের রহস্য, সফল কোটিপতিদের কেস স্ট্যাডি, ব্যর্থদের সাফল্যের গল্প, কোটিপতি উদ্যোক্তাদের মৌলিক আইডিয়া, সাফল্যের রোডম্যাপ এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল। বইটির প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন পাঠক নিজের লক্ষ্য ঠিক করে ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারেন। ‘এক বছরে কোটিপতি’ বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। ৩০৪ পৃষ্ঠার প্রিমিয়াম কোয়ালিটির এই বইটির মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা। তবে প্রি-অর্ডারে বিশেষ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
