শখের বাগান সবুজ-সুন্দর রাখতে কী করবেন
নতুন সময় ডেস্ক
|
![]() শখের বাগান সবুজ-সুন্দর রাখতে কী করবেন কীভাবে নেবেন গাছের যত্ন সূর্যালোক : ঘরের ভিতরে রাখা গাছ সাধারণত অল্প যত্ন, সূর্যালোকে বেড়ে ওঠে। তারপরও অন্তত ২-৩ ঘণ্টা এসব গাছ জানালার পাশে আলো-হাওয়ায় রাখা দরকার। যেদিন সময় পাবেন সেদিন গাছগুলি পরীক্ষা করে দেখে নিন, তাদের স্বাস্থ্য ঠিক আছে কি না। প্রয়োজনে গাছগুলোর অবস্থান বদল করে উপযুক্ত আলো-হাওয়ার ব্যবস্থা করতে হবে। কাটছাঁট: গাছের বেড়ে ওঠার পাশাপাশি কাটছাঁটও খুব জরুরি। ফুলগাছের ক্ষেত্রে কোন কাণ্ড, কোন কুঁড়ি কাটতে হবে, শুকিয়ে যাওয়া ফুল কাটতে হবে, তা মাথায় রাখা দরকার। গাছে বেশি ফুল চাইলে এই পদ্ধতি খুব জরুরি। টব: লক্ষ্য করলে দেখবেন গাছ যদি এমন কোনও জায়গায় রাখা হয়, যার এক দিকে সূর্যালোক আসে, তা হলে কাণ্ড সে দিকেই ডালপালা মেলে। এ ক্ষেত্রে এক সপ্তাহ পর পর টবের অবস্থান এ দিক-ও দিক করলে বা টবটি ঘুরিয়ে দিলে গাছ সব দিকে সমান ভাবে বাড়বে। সার: গাছের বেড়ে ওঠার জন্য খাবার লাগে। টবের বা গাছের গোড়ার মাটি মাঝেমধ্যে আলগা করে দিলে আলো, হাওয়া চলাচল ভালো হয়। প্রয়োজন মতো সার দেওয়ার দরকার পড়ে। গাছের খেয়াল রাখার সময় সার দিতে হবে কি না দেখে নিন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |