ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফারহানা'র
মো: মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 5:23 PM

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফারহানা'র

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফারহানা'র

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন৷

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার দীঘিডাঙ্গী নামক জায়গায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল সে। 

আহতরা হলো, জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।

প্রত্যক্ষদর্শী, দেলুওয়ার হোসেন নামে একজন দোকানদার জানান, শিবগঞ্জ রোড থেকে আসা একটি সবজিবাহী ট্রাকের সাথে ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থী মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, ঘটনাস্থলে আসার আগে স্কুল শিক্ষার্থী মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু রয়েছেন৷গ

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে৷

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status