কাজিপুরে চোরমারা প্রাথমিক বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থীর উপস্থিত একজন
নাবিউর রহমান (চয়ন) , কাজিপুর
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 5:26 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৫ং চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলা পরীক্ষায় তৃতীয় শ্রেণির ৮জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ৭ জন, চতুর্থ শ্রেণীর ৩ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১ জন, পঞ্চম শ্রেণীর ৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩ জন। এবং তাদের পরীক্ষার কক্ষে দেখা গেছে সরকারি আইন ভঙ্গ করে এক কক্ষে দুই শ্রেণি ৪র্থ ও ৫ম শ্রেণির পরীক্ষা নেয়া হচ্ছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিন পরিদর্শনে গিয়ে এচিত্র দেখা গেছে।
শুভাগাছা ইউনিয়নে ১৯৭০ সালে চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়'টি স্থাপিত হয়। দীর্ঘদিন সেখানে লেখাপড়ার মান ভালোভাবে চলে আসছিল। কিন্তু ২০১৮ সালে প্রধান শিক্ষক মোছাঃ মাজেদা খাতুনের যোগদানের পর থেকে ধীরে ধীরে নানা কারণে শিক্ষার মান শিক্ষার্থী কমতে শুরু করেছে। ফলে প্রায় শিক্ষার্থী শূন্যের কোঠার দার প্রান্তে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐই এলাকার একাধিক ব্যাক্তি জানান, প্রধান শিক্ষকের অশুভ আচরণের কারণে, দিনদিন পড়ালেখার মান খারাপ ও শিক্ষার্থী শূন্য হয়ে যাচ্ছে প্রতিষ্ঠান'টির। বিদ্যালয়টি চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম হওয়ার কারণে সাইনবোর্ডটি খুলে ফেলেছে, এবং বিদ্যালয়টির নাম পরিবর্তন করার চেষ্টার অভিযোগ উঠেছে এতে এলাকাবাসী ক্ষুব্ধ। এছাড়াও তারা জানান বিভিন্ন সময়ে বিদ্যালয়ের সরকারি বরাদ্দের টাকা নয়/ছয় করার অভিযোগ উঠেছে।
এব্যাপারে চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাজেদা খাতুন জানান, এটা দরিদ্র এলাকা হওয়ার কারণে, শিক্ষার্থী'রা মাদ্রাসামুখী হচ্ছে ফলে আমাদের শিক্ষার্থী সংখ্যা কমে গেছে। এবিষয়ে কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।