অভয়নগরে জলাবদ্ধ মানুষ পেল সেলাই মেশিন, চাউল ও নিউট্রেশন চকলেট
প্রিয়ব্রত ধর,অভয়নগর
|
ভবদহ জলাবদ্ধ মানুষের মাঝে সেলাই মেশিন, চাউল, শিক্ষা উপকরন ও নিউট্রেশন চকলেট উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সাউদার্ন স্কুল এন্ড কলেজ মাঠে এ সকল সামগ্রী বিতরণ করা হয়ে। উল্লেখ্য আমরা অভয়নগরবাসীর ব্যানারে উত্তরবঙ্গে বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেই অর্থের কিছু অংশ দিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের দেওয়া সেলাই মেশিন ও চাল পেয়ে খুশি ভবদহ পাড়ের বিপদগ্রস্থ দেড় শতাধীক নারী পুরুষ ও ছাত্র ছাত্রী। কোটা গ্রামের নির্জন হোসেনদ্বীপের বাসিন্দা আজগার আলী খন্দকার বলেন ঘরের মধ্য থেকে পানি সরতে শুরু করেছে, আশাকরি খুব দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। উপহার সামগ্রীর মধ্য ১০ টি সেলাই মেশিন প্রদান করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও দর্জি কাজে দক্ষ মহিলাদের মাঝে। যাতে তারা পরিবারের জন্য আর্থিক সহযোগীতার ব্যবস্থা করতে পারে। এ সময় ২৫ কেজি ওজনের একটি চাউলের বস্তা প্রদান করা হয় ৫০ জন দরিদ্র মানুষের মাঝে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |