উচ্চ শিক্ষা নিয়ে আলোচনার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি ড্যাফোডিল ইউনিভার্সিটি
নতুন সময় প্রতিবেদক
|
![]() উচ্চ শিক্ষা নিয়ে আলোচনার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি ড্যাফোডিল ইউনিভার্সিটি ‘এশিয়া এলাইন্স ইউনিভার্সিটি (এএইউ): শিক্ষার মাধ্যমে ঐক্য সৃষ্টি- একটি প্লাটফর্ম, অসীম সম্ভবনা’ শিরোনামের এই আন্তর্জাতিক ফোরামের এক সেশনে অংশ নেয় ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং এইউপিএফ-এর বর্তমান কমিটির সদস্য ড. মো. সবুর খান। লিথুনিয়া, ম্যাকাউ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ভারতের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণে সেশনটি সঞ্চালনা করেন তিনি। ![]() উচ্চ শিক্ষা নিয়ে আলোচনার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি ড্যাফোডিল ইউনিভার্সিটি গত ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে ডংসিও ইউনিভার্সিটিতে এইউপিএফের তিনদিন ব্যাপী (৩০ অক্টোবর-১ নভেম্বর) সম্মেলনে এই সেশনটি আয়োজিত হয়। এ বছর এইউপিএফের এই সম্মেলনে বিশে^র বিভিন্ন প্রান্তের ১৫টি দেশের ৫০জন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ডংসিও ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. জেকুক চেন বলেন, ‘ইন্টার-এশিয়া ইউনিভার্সিটিজ অ্যালায়েন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে বিশ্বের পূর্ব-পশ্চিম প্রান্তের দেশগুলোর নিজস্বতা তৈরি এবং এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় স¤পর্ককে বাড়ানো হবে।’ তার এই বক্তব্যের সঙ্গে অন্যান্য আলোচকরাও একমত প্রকাশ করেন। এ সময় ড. মো. সবুর খান তার সেশনে আলোচকদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কার্যকর ভবিষ্যত কর্মপরিকল্পনার দিকে মনোনিবেশ করার জন্য জোর প্রদান করেন এবং এজন্য যৌথ প্রচেষ্টায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্ব প্রদান করেন তিনি। এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ) ২০০২ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। এশিয়াসহ বিশ্বের ৬১টি বিশ্ববিদ্যালয় বর্তমানে এর সদস্য হিসাবে রয়েছে। এর সদস্য তালিকায় এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নেতৃত্বদানকারীদের সদস্য সংখ্যা ক্রমশ বাড়ছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |