ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২
ইজেনারেশন'র চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মাদ শাহজালাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2024, 4:21 PM

ইজেনারেশন'র চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মাদ শাহজালাল

ইজেনারেশন'র চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মাদ শাহজালাল

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় মোহাম্মদ শাহজালাল সর্বসম্মতিক্রমে ইজেনারেশন পিএলসি’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। কাট্রি ব্রান্ডিং স্পেশালিষ্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্রাটেজিষ্ট হিসেবে পরিচিত মোঃ শাহজালাল, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে ২৫ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন।
 
চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ প্রসঙ্গে শাহজালাল বলেন, "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি ব্যবহার করে ইজেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। এর মাধ্যমে শুধু কোম্পানির অগ্রগতিই হবে না বরং বাংলাদেশও প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালন করবে।
 
ইজেনারেশনের নেতৃত্বের পাশাপাশি মোঃ শাহজালাল জিজিবি, এম/এস জয়নাল আবেদিন এবং এন.এম. এয়ার ইন্টারন্যাশনালের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানও সফলভাবে পরিচালনা করছেন।  যার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে তুলে ধরার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও সরকারি খাতের কার্যক্রমকে ডিজিটাল সলিউশনের মাধ্যমে সহজতর করেছেন।
 
মোঃ শাহজালাল আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের সাথে সক্রিয় ছিলেন। তিনি ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত সিএইচওজিএম-এর সময় বাংলাদেশ ট্রেড সেন্টার গঠন ও উদ্বোধনের আয়োজন করেন।
 
তিনি সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের আয়োজন করেন এবং পরবর্তীতে কিরগিজস্তানে ট্রেড সেন্টারের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এর পাশাপাশি তিনি শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত ডালাডা আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে “বাংলাদেশ গ্যালারি” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status