ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির ঐতিহাসিক বিক্ষোভ মিছিল
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 23 October, 2024, 7:26 PM

তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির ঐতিহাসিক বিক্ষোভ মিছিল

তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির ঐতিহাসিক বিক্ষোভ মিছিল

হাজার হাজার সমর্থক ও দলীয় নেতা কর্মীর অংশ গ্রহনে আজ ২৩ অক্টোবর বুধবার বেলা ১২ টার দিকে কুড়িগ্রামে জেলা বিএনপি এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । এর আগে কুড়িগ্রাম জেলাবাসী এতো লোক সমাবেশে কোন রাজনৈতিক দলের এমন ঐতিহাসিক বিক্ষোভ  মিছিল দেখেনি।

কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা সমন্বয়ে সংসদীয়-২ আসনের সাবেক এমপি জনাব সাইফুর রহমান রানার নেতৃত্বে ওই ২ উপজেলা এবং অন্য সকল উপজেলা ও জেলা পর্যায়ের  সকল নেতৃবৃন্দের নেতৃত্বে বিএনপির ঐতিহাসিক মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে মিলিত হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে সমাবেশঅনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ন সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা সহ দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান এবং বলেন, আমরা পত্রিকায় দেখেছি এখনো তারেক জিয়ার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং অনতিবিলম্বে   জরুরী পদক্ষেপ গ্রহন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবী জানানো হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status