ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বাথরুম থেকে যেসব জিনিস চুরি করেছিল সারা, জানালেন ‍ওরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 October, 2024, 1:52 PM

বাথরুম থেকে যেসব জিনিস চুরি করেছিল সারা, জানালেন ‍ওরি

বাথরুম থেকে যেসব জিনিস চুরি করেছিল সারা, জানালেন ‍ওরি

বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। যার শরীরে নবাব পরিবারের রক্ত রয়েছে। অথচ এ অভিনেত্রীর নাকি হাতসাফাইয়ের কাজ করে থাকেন। তিনি নাকি চুরি করে খাবার খান। অভিনেত্রী সারাকে নিয়ে এমন খবরই জানালেন ওরি ওরফে ওরহান অবত্রমানি। 

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বলিউডের জনপ্রিয় মুখ সারা আলি খান। সারা মানে সুন্দরী, সারা মানে দুরন্ত শারীরিক গঠনের এক অভিনেত্রী। কিন্তু কয়েক বছর আগেও এমনটি ছিল না। তখন সারা ছিলেন যথেষ্ট মোটা। প্রায় ৯২ কেজি। বর্তমানে তিনি ৫২ কেজিতে এসে দাঁড়িয়েছেন। এই চেহারা পেতে নাকি বেশ আত্মত্যাগ করতে হয়েছে তাকে। ভালো লাগার খাওয়া ছেড়ে ডুব দিতে হয়েছিল মেপে দেওয়া খাবারে। তার সঙ্গে প্রতিনয়ত শরীরচর্চা। 

এদিকে মাত্র দুবছরের মধ্যেই বলিপাড়ার তারকাদের নয়নের মণি হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলি খান, অনন্যা পান্ডেদের চারপাশে সর্বক্ষণ দেখা যায় ওরিকে। যদিও তিনি ছবিতে অভিনয় করেন না। শুধুই ছবি তোলেন। তার সঙ্গে ছবি নেই, এ দেশে এমন তারকা খুঁজে পাওয়াই দুষ্কর! তারকাদের সঙ্গে ছবি তুলেই নাকি লাখ লাখ টাকা উপার্জন করেন তিনি। আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে হোক কিংবা জাহ্নবীর শোবারঘরে সব জায়গায় অবাধ যাতায়াত তার। 

তিনি জানান, একবার বিদেশে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে ওরির শেষ গারলিক নান খেয়ে নেন সারা। ওরির কথায় গোটা বাড়িতে কোনো খাবার নেই। ওই একটাই নান ছিল, সেটিও সারা খেয়ে নেন। ও স্নানঘর থেকে বাথ রোল থেকে শুরু করে ব্যাটারি অনেক কিছু চুরি করে নিয়ে এসেছে।

বেশ কিছু বছর আগে কপিল শর্মার শোয়ে এসে সারা নিজে স্বীকার করেন বিনামূল্যে জিনিস পেতে তার ভালো লাগে। হ্যান্ডওয়াশ থেকে প্রসাধনী সবই বিনামূল্যে পেতে ভালো লাগে। তবে চুরি করে নয়; শুধু পয়সা খরচ করতে নারাজ নবাবকন্যা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status