কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র,২টি একনলা বন্দুক, ৬টি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ৩জন ডাকাত সদস্য আটক। বুধবার ৯ অক্টোবর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঝাপুয়া বাজার সংলগ্ন এলাকায় সক্রিয় ডাকাত সদস্য রিদুয়ান এবং তার দুই ভাই বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র সহকারে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৯ অক্টোবর বুধবার রাত ২ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত স্থানে ১টি আগ্নেয়াস্ত্র,২টি একনলা বন্দুক,৬টি কার্তুজ,৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ তিনজন সক্রিয় ডাকাত আজগর আলী (৪২), মোঃ রিদুয়ান (৩৯) ও রাকিবুল হাসান রুবেল (৩৫) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।